ঢাকা রাত ৩:১০, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হরতাল শেষে ফের ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

সারাদেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে। হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিনে সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য।

২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা।

এরপর সবশেষ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি। যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

এ বিভাগের আরও সংবাদ