চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঠাকুঁর দিঘী হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশনের সামনে অভিযান, ১৮ অক্টোবর রাত ৩টায় মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাস এসপি ট্রাভেলস ঢাকা মেট্রো ব -১২১১১০ গাড়ীটি তল্লাশি করে ৪০০ পিস ইয়াবাসহ আয়শা বেগম (৩৮) কে গ্রেফতার করে, আসামী আয়েশা বেগম (৩৮), স্বামী-মৃত আবুল কালাম, পিতা-মৃত সৈয়দ নুর প্রঃ আমির হামজা, মাতা-নুরুন্নাহার, সাং-পালংখালী পশ্চিম পাড়া ওয়ার্ড নং-০৭, থানা-উখিয়া, কক্সবাজার জেলার।
একই রাতে যাত্রীবাহী মিয়ামি এয়ারকন এসি পরিবহন-ঢাকা মেট্রো-ব-১৪-৯৪৪৫ গাড়ীতে তল্লাশি করে সিটে বসা মাদক ব্যবসায়ী মিলন মাতাব্বর (৪৫ ) কে ৪০০পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। আসামী মিলন মাতাব্বর -চলনদূর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-দাড়াইল দক্ষিন পাড়া, ৫২নং পৌর ওয়ার্ড, থানা-টঙ্গী পশ্চিম থানা, জেলা-গাজীপুর,আবুল কাশেম এর ছেলে
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,শিবলী নোমান এর দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এর তদারকীতে সাতকানিয়া থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব