০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বাংলাদেশের প্রশংসা ইউএনডিপির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • 10953

সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উন্নয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে ইউএনডিপি। সংস্থাটির ব্যুরো অব পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট-এর সহকারী প্রশাসক ও পরিচালক ম্যাজি মার্টিনেজ সোলিম্যান বলেন, ‘বাংলাদেশ সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য একটি নীতি নির্ধারণে সক্ষম হয়েছে। এর ফলে সা¤প্রাতিক বছরগুলোতে দেশটি ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করছে। আন্তর্জাতিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্স
(আইপিএজি) ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজিস) থেকে শিক্ষা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজিস) পৌঁছার উপায়।’ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে এবং দেশটির সরকারি খাতে জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও অন্যান্যের মধ্যে প্যানালিস্ট হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পরিকল্পনা কমিশনের সদস্য ও জ্যেষ্ঠ সচিব শামসুল আলম, অর্থ সচিবমোহাম্মদ মুসলিম চৌধুরী এবং অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম।

ট্যাগ :

বাংলাদেশের প্রশংসা ইউএনডিপির

প্রকাশিত : ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উন্নয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে ইউএনডিপি। সংস্থাটির ব্যুরো অব পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট-এর সহকারী প্রশাসক ও পরিচালক ম্যাজি মার্টিনেজ সোলিম্যান বলেন, ‘বাংলাদেশ সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য একটি নীতি নির্ধারণে সক্ষম হয়েছে। এর ফলে সা¤প্রাতিক বছরগুলোতে দেশটি ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করছে। আন্তর্জাতিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্স
(আইপিএজি) ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজিস) থেকে শিক্ষা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজিস) পৌঁছার উপায়।’ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে এবং দেশটির সরকারি খাতে জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও অন্যান্যের মধ্যে প্যানালিস্ট হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পরিকল্পনা কমিশনের সদস্য ও জ্যেষ্ঠ সচিব শামসুল আলম, অর্থ সচিবমোহাম্মদ মুসলিম চৌধুরী এবং অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম।