০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

মুক্তি পেল মিমির ‘পরান যাহা চায়’

মুক্তি পেল

অবশেষে মুক্তি পেল কলকাতার বাংলা ছবির নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তীর গাওয়া রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’। এই প্রথম নিজের ইউটিউব চ্যানেলের জন্য রবীন্দ্রসংগীত গাইলেন জনপ্রিয় এ তারকা।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় লকডাউনের পর মিমি চক্রবর্তীই প্রথম অভিনেত্রী, যিনি সরকারি নির্দেশিকা মেনে শুটিং শুরু করেছেন। যে এলাকাগুলো কনটেইনমেন্ট জোন নয়, সেগুলোতে ১ জুন থেকে শুটিংয়ের অনুমতি দিয়েছে সরকার। সরকারি নির্দেশিকা মেনে রাজারহাটের একটি এলাকায় শুট করেন এ নায়িকা-গায়িকা।

১০ বছর আগে টিভি সিরিয়াল ‘গানের ওপারে’ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। যেখানে পুপের চরিত্রে মিমিকে রবীন্দ্রসংগীত গাইতে দেখা গিয়েছিল। এবার বাস্তবে যেন পুপে হয়ে ফিরলেন মিমি।

এ প্রসঙ্গে মিমি বলেন, “আমি যখন গত বছর আমার প্রথম হিন্দি গান ‘আনজানা’ প্রকাশ করেছিলাম, তখনই শ্রোতাদের কাছ থেকে অনেক অনুরোধ পেয়েছিলাম একটি বাংলা গান গাওয়ার জন্য। লকডাউনে ‘গানের ওপারে’ ধারাবাহিকটি আবারও টেলিভিশনে সম্প্রচারিত হওয়া শুরু হয়। কাজের চাপে যদিও আমি পুরো অনুষ্ঠানটি দেখার সুযোগ পাইনি। তবে এটা বুঝেছিলাম, শ্রোতারা পুপে চরিত্রটি বেশ পছন্দ করছেন। তাই একদিন আমার আইপ্যাডে ‘আমার পরান যাহা চায়’ গানটি রেকর্ড করি এবং পরে এটি আমার সংগীত পরিচালক ডাব্বুকে পাঠিয়ে দিই। উনি সঙ্গে সঙ্গে বলেন, এই গানটি রেকর্ড করা যেতে পারে। আর ঘটনাচক্রে আমার খুব পছন্দের একটি রবীন্দ্রসংগীত।”

মিমি চক্রবর্তীর গাওয়া গানটি উপস্থাপন করেছেন সংগীত পরিচালক ডাব্বু এবং শুট করেছেন সায়ক চক্রবর্তী।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

মুক্তি পেল মিমির ‘পরান যাহা চায়’

প্রকাশিত : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

অবশেষে মুক্তি পেল কলকাতার বাংলা ছবির নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তীর গাওয়া রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’। এই প্রথম নিজের ইউটিউব চ্যানেলের জন্য রবীন্দ্রসংগীত গাইলেন জনপ্রিয় এ তারকা।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় লকডাউনের পর মিমি চক্রবর্তীই প্রথম অভিনেত্রী, যিনি সরকারি নির্দেশিকা মেনে শুটিং শুরু করেছেন। যে এলাকাগুলো কনটেইনমেন্ট জোন নয়, সেগুলোতে ১ জুন থেকে শুটিংয়ের অনুমতি দিয়েছে সরকার। সরকারি নির্দেশিকা মেনে রাজারহাটের একটি এলাকায় শুট করেন এ নায়িকা-গায়িকা।

১০ বছর আগে টিভি সিরিয়াল ‘গানের ওপারে’ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। যেখানে পুপের চরিত্রে মিমিকে রবীন্দ্রসংগীত গাইতে দেখা গিয়েছিল। এবার বাস্তবে যেন পুপে হয়ে ফিরলেন মিমি।

এ প্রসঙ্গে মিমি বলেন, “আমি যখন গত বছর আমার প্রথম হিন্দি গান ‘আনজানা’ প্রকাশ করেছিলাম, তখনই শ্রোতাদের কাছ থেকে অনেক অনুরোধ পেয়েছিলাম একটি বাংলা গান গাওয়ার জন্য। লকডাউনে ‘গানের ওপারে’ ধারাবাহিকটি আবারও টেলিভিশনে সম্প্রচারিত হওয়া শুরু হয়। কাজের চাপে যদিও আমি পুরো অনুষ্ঠানটি দেখার সুযোগ পাইনি। তবে এটা বুঝেছিলাম, শ্রোতারা পুপে চরিত্রটি বেশ পছন্দ করছেন। তাই একদিন আমার আইপ্যাডে ‘আমার পরান যাহা চায়’ গানটি রেকর্ড করি এবং পরে এটি আমার সংগীত পরিচালক ডাব্বুকে পাঠিয়ে দিই। উনি সঙ্গে সঙ্গে বলেন, এই গানটি রেকর্ড করা যেতে পারে। আর ঘটনাচক্রে আমার খুব পছন্দের একটি রবীন্দ্রসংগীত।”

মিমি চক্রবর্তীর গাওয়া গানটি উপস্থাপন করেছেন সংগীত পরিচালক ডাব্বু এবং শুট করেছেন সায়ক চক্রবর্তী।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার