০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

কাশ্মীরে পাকিস্তানের ড্রোন ভূপাতিত করল ভারত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • 57

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে পাকিস্তানি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ভারত। সেই সঙ্গে বলছে, ড্রোনের ভেতর থেকে একটি এম-৪ আমেরিকায় তৈরি রাইফেল, দুটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড বুলেট এবং সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে প্রকাশ, শনিবার সকালে ড্রোনটিকে ভূপাতিত করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চোখে পড়ে ভারতীয় আকাশে ঘোরাফেরা করা ওই ড্রোনটি। সঙ্গে সঙ্গে তারা ভারতীয় ভূখণ্ডের প্রায় আড়াইশ’ মিটার অভ্যন্তরে ঢুকে পড়া ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায়। প্রায় ৯ রাউন্ড গুলি চালানোর পর মাটিতে মুখ থুবড়ে পড়ে সেটি।

ভারতীয় পুলিশের ধারণা, জম্মু ও কাশ্মীরে বিদ্রোহীদের সাহায্যের জন্যেই পাকিস্তান থেকে ড্রোন মারফৎ ওই অস্ত্র জোগান দেয়ার চেষ্টা করা হয়েছিল। ভারতের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আলি ভাই নামে এক বিদ্রোহীর জন্যেই ওই অস্ত্র পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কেন না ওই ড্রোনের প্লেলোডে তারই নাম লেখা ছিল।

ড্রোনটি মোটামুটি ৮ ফুট চওড়া এবং অনুমান করা হচ্ছে যে কাঠুয়া সেক্টরে বিএসএফের সেনা ছাউনির উল্টোদিকেই পাকিস্তানি ভূখণ্ড থেকে সেটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, এই কথাও বলেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে জম্মুর কাছে জইশ-ই-মহম্মদের যে সদস্যদের খতম করা হয়েছিল তাদের ডেরা থেকেও এই একই ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেন, কাশ্মীরের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত করার লক্ষ্যেই জইশ সদস্যদের মদদ জোগাচ্ছে পাকিস্তানি এজেন্সিগুলো।

তিনি আরো বলেন, পাকিস্তানের সীমান্তবর্তী অন্যান্য এলাকা, বিশেষত কুপওয়ারা, রাজৌরী ও জম্মু সেক্টরে এর আগেও অস্ত্র পাচারের চেষ্টা করা হয়েছে এবং তা ব্যর্থও হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এসএম

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

কাশ্মীরে পাকিস্তানের ড্রোন ভূপাতিত করল ভারত

প্রকাশিত : ০৬:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে পাকিস্তানি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ভারত। সেই সঙ্গে বলছে, ড্রোনের ভেতর থেকে একটি এম-৪ আমেরিকায় তৈরি রাইফেল, দুটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড বুলেট এবং সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে প্রকাশ, শনিবার সকালে ড্রোনটিকে ভূপাতিত করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চোখে পড়ে ভারতীয় আকাশে ঘোরাফেরা করা ওই ড্রোনটি। সঙ্গে সঙ্গে তারা ভারতীয় ভূখণ্ডের প্রায় আড়াইশ’ মিটার অভ্যন্তরে ঢুকে পড়া ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায়। প্রায় ৯ রাউন্ড গুলি চালানোর পর মাটিতে মুখ থুবড়ে পড়ে সেটি।

ভারতীয় পুলিশের ধারণা, জম্মু ও কাশ্মীরে বিদ্রোহীদের সাহায্যের জন্যেই পাকিস্তান থেকে ড্রোন মারফৎ ওই অস্ত্র জোগান দেয়ার চেষ্টা করা হয়েছিল। ভারতের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আলি ভাই নামে এক বিদ্রোহীর জন্যেই ওই অস্ত্র পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কেন না ওই ড্রোনের প্লেলোডে তারই নাম লেখা ছিল।

ড্রোনটি মোটামুটি ৮ ফুট চওড়া এবং অনুমান করা হচ্ছে যে কাঠুয়া সেক্টরে বিএসএফের সেনা ছাউনির উল্টোদিকেই পাকিস্তানি ভূখণ্ড থেকে সেটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, এই কথাও বলেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে জম্মুর কাছে জইশ-ই-মহম্মদের যে সদস্যদের খতম করা হয়েছিল তাদের ডেরা থেকেও এই একই ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেন, কাশ্মীরের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত করার লক্ষ্যেই জইশ সদস্যদের মদদ জোগাচ্ছে পাকিস্তানি এজেন্সিগুলো।

তিনি আরো বলেন, পাকিস্তানের সীমান্তবর্তী অন্যান্য এলাকা, বিশেষত কুপওয়ারা, রাজৌরী ও জম্মু সেক্টরে এর আগেও অস্ত্র পাচারের চেষ্টা করা হয়েছে এবং তা ব্যর্থও হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এসএম