০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ৭ আক্রান্ত ৫৩৬

কুষ্টিয়ায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে কোভিট ১৯ রোগে আক্রান্তের সংখ্যা। জেলায় পুলিশ সদস্য, ব্যাংকার, ডাক্তারসহ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শত ছাড়িয়েছে। শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন অফিস সর্বশেষ তথ্য থেকে জানা যায় কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে । কুষ্টিয়ায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে শনিবার আরো একজন ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি কুমারখালীর বড়ুলিয়ার বাসিন্দা বয়স ৮২ বছর, পুরুষ । তিনি ১৫/০৬/২০২০ তারিখে করোনা পজেটিভ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে কুষ্টিয়ায় কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়ে ৭ জন ব্যাক্তির মৃত্যু হল। এ নিয়ে কুষ্টিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে। এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের এবং করোনা লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে ১২জনের। বিষয়টি কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার মোট ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৭২ টি নমুনা ছিল। কুষ্টিয়া জেলায় শুক্রবার নতুন করে ৩৯ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়া ৭ জনের রিপোর্ট ফলোআপ পজেটিভ হয়েছে।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৮ জন, সদর উপজেলায় ২৩ জন, কুমারখালীতে ৫ জন, মিরপুরে ৩ জন।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৩ জনের ঠিকানা উকিলপাড়া ১, হাসপাতাল কোয়ারটার ১, ঝাউতলা ১, জেনারেল হাসপাতাল ১, মঙ্গলবাড়িয়া ১, বেলঘরিয়া ১, আদর্শপাড়া ১, আড়ুয়াপাড়া মসজিদবাড়ি লেন ২, আড়ুয়াপাড়া ১, ফুলতলা ২, উত্তর আমলাপাড়া ২, কালিশঙ্করপুর ৩, হাউজিং ১, পুলিশ লাইন ১, হরিনারায়নপুর ৪জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা জগন্নাথপুর ২, শিলাইদহ ১,পুটিয়া ১, গরুরিয়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা বালুডাঙ্গা ১, মহিশকুন্ডি ২, সোনাইকুন্ডি ১, ওয়ালটন প্লাজা ১,পাকুরিয়া ৩ জন।

মিরপুরে আক্রান্ত ৩ জনের ঠিকানা সোনালী ব্যাংক পোড়াদহ ১, উত্তর কাটদহ ১, বাড়ুইপাড়া ১ জন।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৩০ জন, মহিলা ৯ জন।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যšন্ত ৫৩৬ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত দৌলতপুর ৭২, ভেড়ামারা ৭০, মিরপুর ৪১, কুষ্টিয়া সদর ২৬১, কুমারখালী ৭১, খোকসা ২১পুরুষ রোগী ৪০২, নারী ১৩৪ সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১৪৬ জন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ৭ আক্রান্ত ৫৩৬

প্রকাশিত : ০৩:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

কুষ্টিয়ায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে কোভিট ১৯ রোগে আক্রান্তের সংখ্যা। জেলায় পুলিশ সদস্য, ব্যাংকার, ডাক্তারসহ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শত ছাড়িয়েছে। শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন অফিস সর্বশেষ তথ্য থেকে জানা যায় কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে । কুষ্টিয়ায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে শনিবার আরো একজন ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি কুমারখালীর বড়ুলিয়ার বাসিন্দা বয়স ৮২ বছর, পুরুষ । তিনি ১৫/০৬/২০২০ তারিখে করোনা পজেটিভ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে কুষ্টিয়ায় কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়ে ৭ জন ব্যাক্তির মৃত্যু হল। এ নিয়ে কুষ্টিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে। এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের এবং করোনা লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে ১২জনের। বিষয়টি কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার মোট ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৭২ টি নমুনা ছিল। কুষ্টিয়া জেলায় শুক্রবার নতুন করে ৩৯ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়া ৭ জনের রিপোর্ট ফলোআপ পজেটিভ হয়েছে।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৮ জন, সদর উপজেলায় ২৩ জন, কুমারখালীতে ৫ জন, মিরপুরে ৩ জন।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৩ জনের ঠিকানা উকিলপাড়া ১, হাসপাতাল কোয়ারটার ১, ঝাউতলা ১, জেনারেল হাসপাতাল ১, মঙ্গলবাড়িয়া ১, বেলঘরিয়া ১, আদর্শপাড়া ১, আড়ুয়াপাড়া মসজিদবাড়ি লেন ২, আড়ুয়াপাড়া ১, ফুলতলা ২, উত্তর আমলাপাড়া ২, কালিশঙ্করপুর ৩, হাউজিং ১, পুলিশ লাইন ১, হরিনারায়নপুর ৪জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা জগন্নাথপুর ২, শিলাইদহ ১,পুটিয়া ১, গরুরিয়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা বালুডাঙ্গা ১, মহিশকুন্ডি ২, সোনাইকুন্ডি ১, ওয়ালটন প্লাজা ১,পাকুরিয়া ৩ জন।

মিরপুরে আক্রান্ত ৩ জনের ঠিকানা সোনালী ব্যাংক পোড়াদহ ১, উত্তর কাটদহ ১, বাড়ুইপাড়া ১ জন।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৩০ জন, মহিলা ৯ জন।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যšন্ত ৫৩৬ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত দৌলতপুর ৭২, ভেড়ামারা ৭০, মিরপুর ৪১, কুষ্টিয়া সদর ২৬১, কুমারখালী ৭১, খোকসা ২১পুরুষ রোগী ৪০২, নারী ১৩৪ সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১৪৬ জন।

বিজনেস বাংলাদেশ/ইমরান