০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ধোনির জমকালো বিদায়ী ম্যাচ চায় বোর্ড

ফাইল ছবি

১৫ অগস্টের সন্ধেয় আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে কিছু জানত না। তাই কোনও রকম প্রস্তুতি ছিল না। এখন বোর্ড চাইছে, ধোনির বিদায়টাকে স্মরণীয় করে রাখতে। ধোনির জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করতে চায় তারা।

বোর্ডের এক কর্তার কথায়, ‘আমরা ধোনির সঙ্গে আইপিএলের মাঝে কথা বলব। ধোনি কাউকে কিছু না জানিয়ে আচমকাই অবসর নিয়েছে। আমরা ওর কাছেই জানতে চাইব, শেষ ম্যাচটা ও সিরিজ হিসেবে খেলবে না একটা ম্যাচ। তবে ধোনি তান বা না চান, ওঁর মতো ক্রিকেটারের জন্য জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করতে বোর্ড অবশ্যই বড় প্রস্তুতি নেবে।’

একবার অবসর নিয়ে ফেলার পর ধোনি আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন বলে মনে হয় না। সেক্ষেত্রে বিশেষ কোনও ম্যাচের আয়োজন করে ধোনিকে সম্মান জানাতে পারে বোর্ড।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছেন, ধোনির বিদায়ী ম্যাচ রাঁচিতে করার জন্য। প্রাক্তন ক্রিকেটার মদনলালও বলেছেন, ধোনির মতো ক্রিকেটারকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়। মদনলালের যুক্তি, ‘ধোনির জন্য ম্যাচ করা হোক। যাতে সবাই মাঠে গিয়ে ওকে সম্মান জানাতে পারে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

ধোনির জমকালো বিদায়ী ম্যাচ চায় বোর্ড

প্রকাশিত : ০২:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

১৫ অগস্টের সন্ধেয় আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে কিছু জানত না। তাই কোনও রকম প্রস্তুতি ছিল না। এখন বোর্ড চাইছে, ধোনির বিদায়টাকে স্মরণীয় করে রাখতে। ধোনির জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করতে চায় তারা।

বোর্ডের এক কর্তার কথায়, ‘আমরা ধোনির সঙ্গে আইপিএলের মাঝে কথা বলব। ধোনি কাউকে কিছু না জানিয়ে আচমকাই অবসর নিয়েছে। আমরা ওর কাছেই জানতে চাইব, শেষ ম্যাচটা ও সিরিজ হিসেবে খেলবে না একটা ম্যাচ। তবে ধোনি তান বা না চান, ওঁর মতো ক্রিকেটারের জন্য জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করতে বোর্ড অবশ্যই বড় প্রস্তুতি নেবে।’

একবার অবসর নিয়ে ফেলার পর ধোনি আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন বলে মনে হয় না। সেক্ষেত্রে বিশেষ কোনও ম্যাচের আয়োজন করে ধোনিকে সম্মান জানাতে পারে বোর্ড।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছেন, ধোনির বিদায়ী ম্যাচ রাঁচিতে করার জন্য। প্রাক্তন ক্রিকেটার মদনলালও বলেছেন, ধোনির মতো ক্রিকেটারকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়। মদনলালের যুক্তি, ‘ধোনির জন্য ম্যাচ করা হোক। যাতে সবাই মাঠে গিয়ে ওকে সম্মান জানাতে পারে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর