০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

আইপিএল থেকেও অবসর নেওয়া উচিত কি ধোনির ?

গত আইপিএল থেকেই খুবই খারাপ ছন্দে রয়েছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালে সব মিলিয়ে মাত্র ২০০ রান করেছিলেন। চলতি বছরেও ধোনির পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে সোমবার (১৯ এপ্রিল) রাতের ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। টি-টোয়েন্টিতে যেখানে মারকাটারি খেলার কথা সেখানে নিজের খেলা প্রথম ৬ বলে মাত্র ১ রান নিতে পেরেছেন ধোনি!

এত স্লো শুরু করার জন্য খেলা শেষে নিজেই নিজের সমালোচনা করেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। বলেন, ‘প্রথম যে ৬টি বল আমি খেলেছি, অন্য ম্যাচেও এটা ঘটলে আমাদের এর মূল্য চোকাতে হতে পারে’।

আসলে ধোনির থেকে প্রত্যাশাটা এখনও আকাশছোঁয়া। কিন্তু তাঁর বয়স হয়েছে। ব্যাটের ধার কমেছে। সুরেশ রায়না আউট হওয়ার পর ধোনি যখন নামেন, তখন সবে ১৩.৫ ওভার হয়েছে। তখনও ৬ ওভার ১ বল বাকি। ধোনির সামনে বড় রান করার সুযোগ ছিল। দুটো চার মারার পর মনে হয়েছিল, এই ম্যাচে হয়তো পুরনো ধোনিকে ফিরে পাওয়া যাবে। রান আউট বাঁচাতে ডাইভও মারলেন।

কিন্তু ১৭ বলে ১৮ রান করে চেতন শাকারিয়ার বলে ক্যাচ আউট হন সিএসকে অধিনায়ক। ফের নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন মাহি। এর পরই জল্পনা শুরু হয়ে গেছে, ধোনির কি এবার আইপিএল থেকেও অবসর নেওয়া উচিত?

গত বছর আইপিএলে সব মিলিয়ে মাত্র ২০০ রান করেছিলেন ধোনি। এমন কী ধোনির ব্যর্থতার ছোঁয়া লেগেছিল চেন্নাইতেও। তারা আইপিএলের ইতিহাসে প্রথমবার প্লে অফে উঠতে পারেনি। এ বছরও তাঁর পারফরমেন্সের অবস্থা তথৈবচ, তাই ধোনির অবসরের প্রশ্নটা উঠছেই।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

আইপিএল থেকেও অবসর নেওয়া উচিত কি ধোনির ?

প্রকাশিত : ১১:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

গত আইপিএল থেকেই খুবই খারাপ ছন্দে রয়েছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালে সব মিলিয়ে মাত্র ২০০ রান করেছিলেন। চলতি বছরেও ধোনির পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে সোমবার (১৯ এপ্রিল) রাতের ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। টি-টোয়েন্টিতে যেখানে মারকাটারি খেলার কথা সেখানে নিজের খেলা প্রথম ৬ বলে মাত্র ১ রান নিতে পেরেছেন ধোনি!

এত স্লো শুরু করার জন্য খেলা শেষে নিজেই নিজের সমালোচনা করেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। বলেন, ‘প্রথম যে ৬টি বল আমি খেলেছি, অন্য ম্যাচেও এটা ঘটলে আমাদের এর মূল্য চোকাতে হতে পারে’।

আসলে ধোনির থেকে প্রত্যাশাটা এখনও আকাশছোঁয়া। কিন্তু তাঁর বয়স হয়েছে। ব্যাটের ধার কমেছে। সুরেশ রায়না আউট হওয়ার পর ধোনি যখন নামেন, তখন সবে ১৩.৫ ওভার হয়েছে। তখনও ৬ ওভার ১ বল বাকি। ধোনির সামনে বড় রান করার সুযোগ ছিল। দুটো চার মারার পর মনে হয়েছিল, এই ম্যাচে হয়তো পুরনো ধোনিকে ফিরে পাওয়া যাবে। রান আউট বাঁচাতে ডাইভও মারলেন।

কিন্তু ১৭ বলে ১৮ রান করে চেতন শাকারিয়ার বলে ক্যাচ আউট হন সিএসকে অধিনায়ক। ফের নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন মাহি। এর পরই জল্পনা শুরু হয়ে গেছে, ধোনির কি এবার আইপিএল থেকেও অবসর নেওয়া উচিত?

গত বছর আইপিএলে সব মিলিয়ে মাত্র ২০০ রান করেছিলেন ধোনি। এমন কী ধোনির ব্যর্থতার ছোঁয়া লেগেছিল চেন্নাইতেও। তারা আইপিএলের ইতিহাসে প্রথমবার প্লে অফে উঠতে পারেনি। এ বছরও তাঁর পারফরমেন্সের অবস্থা তথৈবচ, তাই ধোনির অবসরের প্রশ্নটা উঠছেই।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার