০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

বগুড়ায় ১৪৪ ধারা জারি

বগুড়ার শেরপুরে একই সময় ও একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড (হলমার্কেট) ও এর আশপাশ এলাকায় ফৌজদারি আইনের এ ধারটি জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। কোনো পক্ষকেই সেখানে সভা সমাবেশ করতে দেওয়া হবে না।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘আমরা দু`পক্ষের সঙ্গে কথা বলেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

বগুড়ায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০২:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

বগুড়ার শেরপুরে একই সময় ও একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড (হলমার্কেট) ও এর আশপাশ এলাকায় ফৌজদারি আইনের এ ধারটি জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। কোনো পক্ষকেই সেখানে সভা সমাবেশ করতে দেওয়া হবে না।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘আমরা দু`পক্ষের সঙ্গে কথা বলেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব