০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানের এক অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী শেহার। ছবি: সংগৃহীত

ভারতকে হারালে জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানি অভিনেত্রী। তবে এর জন্য অদ্ভুত এক শর্ত দিয়েছেন শেহার শিনওয়ারি নামের এই তারকা। পাকিস্তানের হায়দ্রাবাদে জন্ম শেহারের। মূলত ছোট পর্দার এই অভিনেত্রী ২০১৪ সালে একটি হাসির ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন।

বৃহস্পতিবার এক টুইটে তিনি জানান, জিম্বাবুয়ের কোনো বাসিন্দাকে বিয়ে করতে চান। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ক্রিকেট টিম যদি ভারতকে হারাতে পারে, তবেই তিনি সে দেশের কাউকে বিয়ে করবেন।

শেহারের এই টুইটটি ইতোমধ্যে ৮৫০ জন লাইক করেছেন, ৪৯ জন রিটুইট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশ তার বক্তব্যকে সমর্থনও করেছেন।

খেলা নিয়ে আজই প্রথম নয়, গতকাল বুধবার বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন শেহার অসংখ্য টুইট করেন। সেখানের একটি টুইটে তিনি বলেন, এই ম্যাচে ভারত কোনো ভাবেই জিততে পারবে না। জিতবে বাংলাদেশই।

তবে শেহারের এই টুইটকে ঘিরে একাংশ হাসি-মশকরা করছে। তার সমালোচনায় সরব হন বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের মানুষজনও।

অনেকেই টুইট করে দাবি করেন যে, শেহার এক জন অবসাদগ্রস্ত মানুষ। হতাশা থেকেই তিনি এমন মন্তব্য করছেন। এক জন উপহাস করে লেখেন, ‘আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে যে, আপনাকে সারা জীবনই বিয়ে না করে একা থাকতে হবে।’

শেহার মূলত ভারতের পরাজয় চাইছেন নিজ দেশের কারণেই। কেননা খাদের কিনারায় থাকা পাকিস্তান সেমিফাইনালে উঠতে হলে ভারতের পরাজয় কামনা করবে। তিনি সত্যিই জিম্বাবুয়ের কাউকে বিয়ে করতে পারবেন কি না, তা নির্ভর করবে আগামী রবিবার ভারত-জিম্বাবুয়ে ম্যাচের ওপরেই।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানের এক অভিনেত্রী

প্রকাশিত : ১১:০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

ভারতকে হারালে জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানি অভিনেত্রী। তবে এর জন্য অদ্ভুত এক শর্ত দিয়েছেন শেহার শিনওয়ারি নামের এই তারকা। পাকিস্তানের হায়দ্রাবাদে জন্ম শেহারের। মূলত ছোট পর্দার এই অভিনেত্রী ২০১৪ সালে একটি হাসির ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন।

বৃহস্পতিবার এক টুইটে তিনি জানান, জিম্বাবুয়ের কোনো বাসিন্দাকে বিয়ে করতে চান। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ক্রিকেট টিম যদি ভারতকে হারাতে পারে, তবেই তিনি সে দেশের কাউকে বিয়ে করবেন।

শেহারের এই টুইটটি ইতোমধ্যে ৮৫০ জন লাইক করেছেন, ৪৯ জন রিটুইট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশ তার বক্তব্যকে সমর্থনও করেছেন।

খেলা নিয়ে আজই প্রথম নয়, গতকাল বুধবার বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন শেহার অসংখ্য টুইট করেন। সেখানের একটি টুইটে তিনি বলেন, এই ম্যাচে ভারত কোনো ভাবেই জিততে পারবে না। জিতবে বাংলাদেশই।

তবে শেহারের এই টুইটকে ঘিরে একাংশ হাসি-মশকরা করছে। তার সমালোচনায় সরব হন বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের মানুষজনও।

অনেকেই টুইট করে দাবি করেন যে, শেহার এক জন অবসাদগ্রস্ত মানুষ। হতাশা থেকেই তিনি এমন মন্তব্য করছেন। এক জন উপহাস করে লেখেন, ‘আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে যে, আপনাকে সারা জীবনই বিয়ে না করে একা থাকতে হবে।’

শেহার মূলত ভারতের পরাজয় চাইছেন নিজ দেশের কারণেই। কেননা খাদের কিনারায় থাকা পাকিস্তান সেমিফাইনালে উঠতে হলে ভারতের পরাজয় কামনা করবে। তিনি সত্যিই জিম্বাবুয়ের কাউকে বিয়ে করতে পারবেন কি না, তা নির্ভর করবে আগামী রবিবার ভারত-জিম্বাবুয়ে ম্যাচের ওপরেই।

বিজনেস বাংলাদেশ/ হাবিব