০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

হ্যাটট্রিক করে শিরোপা জিতলেন সাবিনা

শিরোপার স্বপ্ন নিয়ে মালদ্বীপে ঘরোয়া ফুটবলে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তার সঙ্গী ছিলেন জাপানি বংশোদ্ভূত আরেক বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া। তাদের সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বৃহস্পতিবার রাতে দোর্দণ্ড প্রতাপে ফাইনাল জিতে শিরোপা উৎসব করেছে সাবিনারা। সাবিনার হ্যাটট্রিকে ফাইভ এ সাইড টুর্নামেন্টে ধিবেহী সিফাইং ক্লাব ১০-২ গোলে এমপিএলকে উড়িয়ে দিয়েছে।

গ্রুপ পর্বে এমপিএলের কাছে একমাত্র ম্যাচ হেরেছিল ধিবেহী সিফাইং। এবার সে হারের প্রতিশোধই নিলো সাবিনারা। মালেতে ম্যাচে ২১, ২৩, ২৮ ও ৩৩ মিনিটে চার গোল করে মুন্সিয়ানা দেখান সাবিনা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলসংখ্যা তার, ২১টি। ফাইনালে বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়াও একটি গোল পেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

হ্যাটট্রিক করে শিরোপা জিতলেন সাবিনা

প্রকাশিত : ১২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

শিরোপার স্বপ্ন নিয়ে মালদ্বীপে ঘরোয়া ফুটবলে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তার সঙ্গী ছিলেন জাপানি বংশোদ্ভূত আরেক বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া। তাদের সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বৃহস্পতিবার রাতে দোর্দণ্ড প্রতাপে ফাইনাল জিতে শিরোপা উৎসব করেছে সাবিনারা। সাবিনার হ্যাটট্রিকে ফাইভ এ সাইড টুর্নামেন্টে ধিবেহী সিফাইং ক্লাব ১০-২ গোলে এমপিএলকে উড়িয়ে দিয়েছে।

গ্রুপ পর্বে এমপিএলের কাছে একমাত্র ম্যাচ হেরেছিল ধিবেহী সিফাইং। এবার সে হারের প্রতিশোধই নিলো সাবিনারা। মালেতে ম্যাচে ২১, ২৩, ২৮ ও ৩৩ মিনিটে চার গোল করে মুন্সিয়ানা দেখান সাবিনা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলসংখ্যা তার, ২১টি। ফাইনালে বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়াও একটি গোল পেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব