০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

বাফুফে নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৭ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর মনোনয়নপত্র দেয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর।

মেজবাহ উদ্দিন বলেন, এবার মোট ২১টি পদে নির্বাচন হবে। সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহ সভাপতি চারজন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।

এর আগের চার মেয়াদেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ। আসছে নির্বাচনে সালাউদ্দিন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করলেও টানা পঞ্চমবারের মতো নির্বাচন কমিশনারের দায়িত্ব মেজবাহর কাঁধে।

যদিও তাকে পুনরায় নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়ায় কেউ কেউ সমালোচনা করেছেন। অতীতে সালাউদ্দিনের কথার বাইরে গিয়ে কিছু করেননি বলেই তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোষ্ট দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওএসডি করে বদলি!

বাফুফে নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৩:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৭ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর মনোনয়নপত্র দেয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর।

মেজবাহ উদ্দিন বলেন, এবার মোট ২১টি পদে নির্বাচন হবে। সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহ সভাপতি চারজন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।

এর আগের চার মেয়াদেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ। আসছে নির্বাচনে সালাউদ্দিন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করলেও টানা পঞ্চমবারের মতো নির্বাচন কমিশনারের দায়িত্ব মেজবাহর কাঁধে।

যদিও তাকে পুনরায় নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়ায় কেউ কেউ সমালোচনা করেছেন। অতীতে সালাউদ্দিনের কথার বাইরে গিয়ে কিছু করেননি বলেই তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিজনেস বাংলাদেশ/ডিএস