০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

এ আর রহমান কন্যাকে খোঁচা দিলেন তসলিমা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • 77

A R রহমানের মেয়ে খতিজার বোরখা পরা নিয়ে তসলিমা নাসরিনের (Taslima Nasreen) মন্তব্য। আর তা নিয়েই বেশকিছুদিন হল সোশ্যাল মিডিয়া তোলপাড়। এবার তসলিমার মন্তব্য নিয়ে মুখ খুললেন A R রহমান কন্যা।

কিছুদিন আগে খতিজা রহমানের বোরখা পরা নিয়ে সমালোচনা করেন বাংলাদেশের লেখিকা। তিনি বলেছিলেন, ”AR রহমানের সুর আমি ভালোবাসি। তবে যখনই আমি ওনার মেয়েকে দেখি তখনই কেমন যেন দম বন্ধ হয়ে আসে। ‘সংস্কৃতি মনস্ক পরিবারের একটি শিক্ষিত মেয়েরও মগজ ধোলাই হয়, এটা হতাশাজনক।”

বিজনেস বাংলাদেশ/বিএইচ

এ আর রহমান কন্যাকে খোঁচা দিলেন তসলিমা

প্রকাশিত : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০

A R রহমানের মেয়ে খতিজার বোরখা পরা নিয়ে তসলিমা নাসরিনের (Taslima Nasreen) মন্তব্য। আর তা নিয়েই বেশকিছুদিন হল সোশ্যাল মিডিয়া তোলপাড়। এবার তসলিমার মন্তব্য নিয়ে মুখ খুললেন A R রহমান কন্যা।

কিছুদিন আগে খতিজা রহমানের বোরখা পরা নিয়ে সমালোচনা করেন বাংলাদেশের লেখিকা। তিনি বলেছিলেন, ”AR রহমানের সুর আমি ভালোবাসি। তবে যখনই আমি ওনার মেয়েকে দেখি তখনই কেমন যেন দম বন্ধ হয়ে আসে। ‘সংস্কৃতি মনস্ক পরিবারের একটি শিক্ষিত মেয়েরও মগজ ধোলাই হয়, এটা হতাশাজনক।”

বিজনেস বাংলাদেশ/বিএইচ