ময়মনসিংহ জেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ ঘরে অবস্থান নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছেন। শুক্রবার ( ৩মার্চ) বিকালে বিভাগীয় নগরী ময়মনসিংহের গাঙ্গিনারপাড়, দূর্গাবাড়ীতে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা:আহমার উজ্জামান, সেনাবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ মেহেদি হাসানের নেতৃত্বে জনসাধারণকে মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করা হয়। এর অাগে করোনা পরিস্থিতি মোকাবেলায় টানা সরকারী ছুটিতে মানুষকে নিজ ঘরে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলনে গুরুত্বপূর্ণ এক সভা হয়। করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে-জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় জনস্বার্থে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের মধ্যে জেলায় ব্যাটারি বা ইঞ্জিনচালিত কোনো যানবাহন চলবে না। শুধুমাত্র প্যাডেল রিক্সা চলবে।
এছাড়া মুদির দোকান বেলা ১টা পর্যন্ত এবং যে কোন কাঁচাবাজার বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অপরদিকে জেলার সাপ্তাহিক সকল হাট-বাজার নতুন করে ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও, জরুরি বা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জবাবদিহিতা করতে হবে এবং ঔষধের দোকান ছাড়া সন্ধ্যার পর অন্য কোথাও বাতি জ্বলবে না। একই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলির সামনে ৩ ফুট দূরে বৃত্তের মাঝে থেকে পণ্য কিনতে হবে। দোকানের কর্মচারীদের মাস্ক, গ্লাবস পরতে হবে। দোকানের সামনে জনসমাগম করা যাবে না। কোন দোকানের সামনে আড্ডা হলে তার দায়ভার দোকান মালিককে নিতে হবে। দোকানের সামনে ১ ঘন্টা পর পর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। এ সব নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর অাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও নির্দেশনা জারী করা হয়।




















