আজ ৭ এপ্রিল ( মঙ্গলবার ) সকাল ১০টায় গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ও সংকট মোকাবেলায় গাজীপুর জেলার কর্মহীন ৫১৫০টি পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে ত্রাণ সামগ্রী জেলা পরিষদের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ( সাবেক সাংসদ ও ডাকসু ভিপি) আখতারউজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় জেলা পরিষদের প্রতিটি ওয়ার্ডে পরিষদের সদস্যদের মাধ্যমে বিতরণের লক্ষ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল মিলিয়ে মোট ৮ কেজির প্যাকেট অসহায়, গরীব, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, অটোরিকশা চালক ও শ্রমজীবী মানুষদের মাঝে বিতরণের লক্ষ্যে জেলা পরিষদের সদস্যদের নিকট বুঝিয়ে দেয়া হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকসেদ আলম , পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন ,জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে পরিষদের প্রত্যেক সদস্যকে ২৫০টি করে ত্রাণ সামগ্রীর এসব প্যাকেট বুঝিয়ে দেয়া হয়।
এ সময় ত্রাণের প্যাকেট গ্রহনকারী সদস্যদের উদ্দেশ্যে প্যানেল চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবেলায় জনকল্যাণে সবাইকে সমন্বিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে এবং সাধারণ ছুটির কারণে যারা কর্মহীন হয়ে পড়েছে, যাদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে গেছে ; তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে এসব ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং জনকল্যাণে দায়িত্ব পালন করবেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা — জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণসামগ্রী বিতরণের জন্য সদস্যবৃন্দকে আহবান জানান। প্রত্যেক অসহায় দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তিনি পরিষদের সদস্যবৃন্দকে অনুরোধ করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















