০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শচিনের চোখে হোল্ডার বিশ্বের সবচেয়ে ‘আন্ডাররেটেড’ অলরাউন্ডার

জেসন হোল্ডার আক্ষেপ করে বলেই ফেলেছেন-আমি টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর অলরাউন্ডার, অথচ আমাকে নিয়ে বেন স্টোকসের মতো মাতামাতি হয় না। ক্যারিবীয় অধিনায়কের এমন আফসোস হতেই পারে। ক্যারিবীয় অধিনায়ক যে প্রচারের আলো পান কম।

এবার তার হয়ে কথা বললেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারও। শচিন মনে করেন, হোল্ডার দুর্দান্ত একজন অলরাউন্ডার, কিন্তু প্রাপ্য সম্মানটা আসলেই পান না।

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে আজ (বুধবার) থেকে ফের মাঠে গড়াচ্ছে ক্রিকেট। এই সিরিজ নিয়ে কথা বলছিলেন শচিন আর ব্রায়ান লারা। কথোপকথনের এক পর্যায়ে হোল্ডারকে বিশ্বের সবচেয়ে ‘আন্ডাররেটেড’ অলরাউন্ডার আখ্যা দেন শচিন।

সাবেক মাস্টার ব্লাস্টার এই ব্যাটসম্যান বলেন, ‘জেসন হোল্ডার সবচেয়ে আন্ডাররেটেড অলরাউন্ডার। কারণ মাঠে হয়তো আপনি কেমার রোচ কিংবা শেনন গ্যাব্রিয়েলের দিকে নজর রাখেন। হোল্ডারের কথা মনে পড়ে যখন স্কোরকার্ডটা দেখেন। তখন আপনি হয়তো দেখবেন সে মাঠে নেমে তিন উইকেট নিয়ে নিয়েছে।’

ব্যাটিংয়ের বেলায়ও একইরকম অবস্থা হয়। শচিন বলেন, ‘যখন সে ব্যাটিং করে, গুরুত্বপূর্ণ ৫০-৫৫ রান কিন্তু করে, যেটা পার্থক্য গড়ে দেয়ার কাজ করে। সে একজন আন্ডাররেটেড খেলোয়াড়। কিন্তু নিয়মিতই দলের জন্য অবদান রাখে। আপনাদের দলে সে দুর্দান্ত একজন খেলোয়াড়।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শচিনের চোখে হোল্ডার বিশ্বের সবচেয়ে ‘আন্ডাররেটেড’ অলরাউন্ডার

প্রকাশিত : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০

জেসন হোল্ডার আক্ষেপ করে বলেই ফেলেছেন-আমি টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর অলরাউন্ডার, অথচ আমাকে নিয়ে বেন স্টোকসের মতো মাতামাতি হয় না। ক্যারিবীয় অধিনায়কের এমন আফসোস হতেই পারে। ক্যারিবীয় অধিনায়ক যে প্রচারের আলো পান কম।

এবার তার হয়ে কথা বললেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারও। শচিন মনে করেন, হোল্ডার দুর্দান্ত একজন অলরাউন্ডার, কিন্তু প্রাপ্য সম্মানটা আসলেই পান না।

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে আজ (বুধবার) থেকে ফের মাঠে গড়াচ্ছে ক্রিকেট। এই সিরিজ নিয়ে কথা বলছিলেন শচিন আর ব্রায়ান লারা। কথোপকথনের এক পর্যায়ে হোল্ডারকে বিশ্বের সবচেয়ে ‘আন্ডাররেটেড’ অলরাউন্ডার আখ্যা দেন শচিন।

সাবেক মাস্টার ব্লাস্টার এই ব্যাটসম্যান বলেন, ‘জেসন হোল্ডার সবচেয়ে আন্ডাররেটেড অলরাউন্ডার। কারণ মাঠে হয়তো আপনি কেমার রোচ কিংবা শেনন গ্যাব্রিয়েলের দিকে নজর রাখেন। হোল্ডারের কথা মনে পড়ে যখন স্কোরকার্ডটা দেখেন। তখন আপনি হয়তো দেখবেন সে মাঠে নেমে তিন উইকেট নিয়ে নিয়েছে।’

ব্যাটিংয়ের বেলায়ও একইরকম অবস্থা হয়। শচিন বলেন, ‘যখন সে ব্যাটিং করে, গুরুত্বপূর্ণ ৫০-৫৫ রান কিন্তু করে, যেটা পার্থক্য গড়ে দেয়ার কাজ করে। সে একজন আন্ডাররেটেড খেলোয়াড়। কিন্তু নিয়মিতই দলের জন্য অবদান রাখে। আপনাদের দলে সে দুর্দান্ত একজন খেলোয়াড়।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার