০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

এগিয়ে চলা এক কৃতিত্বের নাম রুফাইদা

এগিয়ে চলা এক কৃতিত্বের নাম আসমাউল হুসনা রুফাইদা। রুফাইদা UK বোর্ড এডেক্সেলের অধীনে IGCSE ও’লেভেলে আটটি বিষয়ে A প্লাস পেয়েছে। Acccounting, Bangla, Chemistry, English Language-B, Economics, Mathematics-B, Physics সহ Further pure Mathematics এই ৮টি বিষয়েই রুফাইদা ষ্টার মার্ক নিয়ে A প্লাস পেয়েছে। রুফাইদা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিব উল্লাহ তুহিন এর একমাত্র কন্যা।

আসমাউল হুসনা রুফাইদার পিতামহ কুমিল্লার বিশিষ্ট ভাষা সৈনিক মরহুম মো. নূরুল্লাহ্, তিনি তৎকালীন ভাষা আন্দোলনের মূল সংগঠন তমুদ্দিন মজলিশ এর বৃহত্তর কুমিল্লার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। বাবা মো. হাবিব উল্লাহ তুহিন একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক, রোটারী ক্লাব অব আবর্তন ঢাকা এর সাবেক প্রেসিডেন্ট ( ২০১৭-২০১৮ ) বর্তমানে তিনি আইসিটি ব্যবসার সাথে সম্পৃক্ত। তিনি সফ্টওয়্যার কোম্পানী নাইস পাওয়ার এন্ড আইটি সলিউশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। মাতা হোসনে আরা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাষ্টার্স ডিগ্রি করেন, তিনিও সফ্টওয়্যার কোম্পানির একজন পরিচালক। রুফাইদাও ভবিষ্যৎতে কম্পিউটার সাইন্স নিয়ে উচ্চতর ডিগ্রী নিতে ইচ্ছুক, রুফাইদাও তার বাবার মতো আন্তর্জাতিক মানের সামাজিক সংগঠন (শিশুদের) আর্লিএক্ট ক্লাবের সেক্রেটারি (২০১৬-২০১৭) ও আর্লিএক্ট ক্লাব আবর্তন এর ২০১৭-২০১৮ সালের প্রেসিডেন্ট ছিলেন।

রুফাইদা বর্তমানে রোটারী ক্লাবের শিশু সংগঠন ইন্টারেক্ট ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এগিয়ে চলা এক কৃতিত্বের নাম রুফাইদা

প্রকাশিত : ০৮:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

এগিয়ে চলা এক কৃতিত্বের নাম আসমাউল হুসনা রুফাইদা। রুফাইদা UK বোর্ড এডেক্সেলের অধীনে IGCSE ও’লেভেলে আটটি বিষয়ে A প্লাস পেয়েছে। Acccounting, Bangla, Chemistry, English Language-B, Economics, Mathematics-B, Physics সহ Further pure Mathematics এই ৮টি বিষয়েই রুফাইদা ষ্টার মার্ক নিয়ে A প্লাস পেয়েছে। রুফাইদা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিব উল্লাহ তুহিন এর একমাত্র কন্যা।

আসমাউল হুসনা রুফাইদার পিতামহ কুমিল্লার বিশিষ্ট ভাষা সৈনিক মরহুম মো. নূরুল্লাহ্, তিনি তৎকালীন ভাষা আন্দোলনের মূল সংগঠন তমুদ্দিন মজলিশ এর বৃহত্তর কুমিল্লার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। বাবা মো. হাবিব উল্লাহ তুহিন একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক, রোটারী ক্লাব অব আবর্তন ঢাকা এর সাবেক প্রেসিডেন্ট ( ২০১৭-২০১৮ ) বর্তমানে তিনি আইসিটি ব্যবসার সাথে সম্পৃক্ত। তিনি সফ্টওয়্যার কোম্পানী নাইস পাওয়ার এন্ড আইটি সলিউশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। মাতা হোসনে আরা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাষ্টার্স ডিগ্রি করেন, তিনিও সফ্টওয়্যার কোম্পানির একজন পরিচালক। রুফাইদাও ভবিষ্যৎতে কম্পিউটার সাইন্স নিয়ে উচ্চতর ডিগ্রী নিতে ইচ্ছুক, রুফাইদাও তার বাবার মতো আন্তর্জাতিক মানের সামাজিক সংগঠন (শিশুদের) আর্লিএক্ট ক্লাবের সেক্রেটারি (২০১৬-২০১৭) ও আর্লিএক্ট ক্লাব আবর্তন এর ২০১৭-২০১৮ সালের প্রেসিডেন্ট ছিলেন।

রুফাইদা বর্তমানে রোটারী ক্লাবের শিশু সংগঠন ইন্টারেক্ট ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর