০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

মাঠে ফিরলেন তামিম ইকবাল

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন টাইগার এই ওপেনার। রবিবার তামিমের দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি পোখারা রাইনোজের। তবে মাঠে ফিরলেও ব্যাটিং করা হলো না তামিমে।

নেপালের কীর্তিপুরে পোখারা রাইনোজের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল ভৈরাওয়া। কিন্তু খেলা হয়নি দশ ওভারের বেশি। ম্যাচের ১০.১ ওভারের মাথায় বৃষ্টি শুরু হয় মুশলধারে। বৃষ্টি থামার জন্য ঘণ্টা খানিক অপেক্ষা করলেও কমেনি বৃষ্টি। তাই শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

মাঠে ফিরলেন তামিম ইকবাল

প্রকাশিত : ১২:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন টাইগার এই ওপেনার। রবিবার তামিমের দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি পোখারা রাইনোজের। তবে মাঠে ফিরলেও ব্যাটিং করা হলো না তামিমে।

নেপালের কীর্তিপুরে পোখারা রাইনোজের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল ভৈরাওয়া। কিন্তু খেলা হয়নি দশ ওভারের বেশি। ম্যাচের ১০.১ ওভারের মাথায় বৃষ্টি শুরু হয় মুশলধারে। বৃষ্টি থামার জন্য ঘণ্টা খানিক অপেক্ষা করলেও কমেনি বৃষ্টি। তাই শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার