১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

রুপসা নদী বাঁকে’র প্রথম পর্বের শুটিং শেষ

বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত ও বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত ছবি রুপসা নদী বাঁকে’র প্রথম পর্বের শুটিং শেষ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত টানা ২২দিন খুলনা জেলার বৈঠাঘাটা ও ফুলতলা উপজেলায় শুটিং করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি যানান, সরকারি অনুদানের পাশাপাশি কোন করপোরেট পুঁজির দ্বারস্তে হতে চাননি পরিচালক।তাই তিনি গণ-অর্থায়নে এই চলচ্চিত্র নির্মাণ করছেন।এর জন্য তিনি তার ব্যাক্তিগত ফেসবুক পেজ এ গণ-অর্থায়নে এর জন্য আবেদন করেন।ক্রাউড ফাইন্ডিং সংগ্রহ করে মে মাসে দ্বিতীয় পর্বের শুটিং শুরু করা হবে।
ছবিটির চিত্রগহণ করেছেন, মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ, আবহ সঙ্গীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু,ও সহকারী পরিচালক হিসেবে আছেন রানা মাসুদ।

28783197_780642165479593_6611320932868869317_n

ছবিটিতে অভিনয় করেছেন, জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন প্রমুখ।

ছবিটির কাহিনী গড়ে উঠেছে খুলনা জেলার রূপসা নদীর পারে কর্ণপাড়া গ্রামে এক ক্ষয়িষ্ণু সামন্ত পরিবারের মানবরতন মুখোপাধ্যায়কে ঘিরে।কৃষক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে এলাকার সবার কাছে ক্রমে কমরেড মানবদা নামে পরিচিত ও সম্মানিত হয়ে ওঠেন।

সাতচল্লিশের দেশভাগের পরে একে একে ভারতে চলে যেতে থাকে মানব মুখোপাধ্যায়ের আত্মীয়-স্বজন ও পুরনো সঙ্গীরা। কিন্তু মানব মুখোপাধ্যায় রয়ে যান তাঁর প্রিয় হিন্দু-মুসলমান দরিদ্র কৃষকদের মাঝে। পাকিস্তানী আমলের শত প্রতিকূলতার মাঝেও এদেশে থেকেই সমাজ প্রগতির পক্ষে কাজ করে যেতে থাকেন। ১৯৭১ সালে রাজাকাররা বৃদ্ধ মানব মুখোপাধ্যায়কে হত্যা করে।

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

রুপসা নদী বাঁকে’র প্রথম পর্বের শুটিং শেষ

প্রকাশিত : ০৫:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮

বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত ও বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত ছবি রুপসা নদী বাঁকে’র প্রথম পর্বের শুটিং শেষ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত টানা ২২দিন খুলনা জেলার বৈঠাঘাটা ও ফুলতলা উপজেলায় শুটিং করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি যানান, সরকারি অনুদানের পাশাপাশি কোন করপোরেট পুঁজির দ্বারস্তে হতে চাননি পরিচালক।তাই তিনি গণ-অর্থায়নে এই চলচ্চিত্র নির্মাণ করছেন।এর জন্য তিনি তার ব্যাক্তিগত ফেসবুক পেজ এ গণ-অর্থায়নে এর জন্য আবেদন করেন।ক্রাউড ফাইন্ডিং সংগ্রহ করে মে মাসে দ্বিতীয় পর্বের শুটিং শুরু করা হবে।
ছবিটির চিত্রগহণ করেছেন, মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ, আবহ সঙ্গীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু,ও সহকারী পরিচালক হিসেবে আছেন রানা মাসুদ।

28783197_780642165479593_6611320932868869317_n

ছবিটিতে অভিনয় করেছেন, জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন প্রমুখ।

ছবিটির কাহিনী গড়ে উঠেছে খুলনা জেলার রূপসা নদীর পারে কর্ণপাড়া গ্রামে এক ক্ষয়িষ্ণু সামন্ত পরিবারের মানবরতন মুখোপাধ্যায়কে ঘিরে।কৃষক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে এলাকার সবার কাছে ক্রমে কমরেড মানবদা নামে পরিচিত ও সম্মানিত হয়ে ওঠেন।

সাতচল্লিশের দেশভাগের পরে একে একে ভারতে চলে যেতে থাকে মানব মুখোপাধ্যায়ের আত্মীয়-স্বজন ও পুরনো সঙ্গীরা। কিন্তু মানব মুখোপাধ্যায় রয়ে যান তাঁর প্রিয় হিন্দু-মুসলমান দরিদ্র কৃষকদের মাঝে। পাকিস্তানী আমলের শত প্রতিকূলতার মাঝেও এদেশে থেকেই সমাজ প্রগতির পক্ষে কাজ করে যেতে থাকেন। ১৯৭১ সালে রাজাকাররা বৃদ্ধ মানব মুখোপাধ্যায়কে হত্যা করে।