অবশেষে শ্রীপুর-মাগুরার সব্দালপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী হাশিমের নেতৃত্বে হামলায় আহত যুবলীগ কর্মী মো. মানিক হোসেন উইলিয়ামের দু,পা কেটে ফেলা হয়েছে ।
তিনি বর্তমান চিকিৎসাধীন রয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে। এ ব্যাপার থানায় মামলা হলেও গ্রেফতার হয়নি কোন আসামী বলে জানান ভারপ্রাপ্ত (ওসি) মাহবুবুর রহমান।
অন্যদিকে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ বাদীর।
জানা যায়, চলতি মাসের ৭ তারিখে নির্বাচনকে কেন্দ্র করে হাশিমের বাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্রের মুখে যুবলীগ কর্মী মো. মানিক হোসেন উইলিয়ামের ছোট ভাই মো.সোহানুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে যুবলীগ কর্মী মো. মানিক হোসেন উইলিয়ামকে রামদা,চাপাতি,চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে মেরে রেখে চলে যায় । পরবর্তী তার ভাই ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করে ।
কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিত্সার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন ।এখন ও তিনি চিকিত্সাধীন আছে ।

























