ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম। অভিনেতার পাশাপাশি তার নামের সঙ্গে গীতিকার ও সুরকার বিশেষণ দুটি যোগ করা যায়। একটা সময় কেবল শখের বসেই গান করতেন তিনি। তবে তার সেই শখটাই মাঝেমধ্যে কাঠামোগত রূপ পায়।
গত বছর জানুয়ারি মাসে ‘দূরত্ব’ নামের একটি নাটকে তার সুর করা একটি গান ব্যবহার করা হয়েছিল টাইটেল সং হিসেবে। তারও আগে তার করা একটি গান রেকর্ড করা হয়েছিল। তার ভক্তদের সুবাদে সেটি এসেছিল ইউটিউবে।
সেসবের ধারাবাহিকতায় এবার তিনি গাইছেন ‘তোমাকে’ শিরোনামের একটি গান। গানটির সুর ও কথা নাঈমেরই। গত ২১ এপ্রিল শনিবার থেকে কক্সবাজারের চলছে ‘তোমাকে’ গানের ভিডিও ধারণ। আজ ইনানি বিচে ভিডিও ধারণের মাধ্যমে শুটিং শেষ হবে।
অভিনেতা নাঈম বলেন, ‘অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে এখন গান করা হয় না। তবে দীর্ঘ সময় পর একদমই পেশাদারি মনোভাব নিয়ে গানটি করেছি।’
গানের মিউজিক ভিডিওতে নাঈমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে হৃদি শেখকে। বাংলাদেশের সেরা নাচিয়ে ওঁ ভারতের ড্যান্স প্লাস অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান তিনি।
‘তোমাকে’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন রাজু রাজ। আসন্ন ঈদুল ফিতরের আগে সংগীত প্রযোজনা সংস্থা ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে।

























