০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নারী পুলিশ কর্মকর্তা

পুলিশ কর্মকর্তা পপির মানবিক কর্মকাণ্ড দেখে উপস্থিত যাত্রীরা মুগ্ধ। অনেকের মতে, সড়ক দুর্ঘটনায় আহতদের নিজ হাতে সেবা দিয়ে তিনি পুলিশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

মহাখালী ফ্লাইওভারের নিচে আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে প্রচণ্ডবেগে ধাক্কা দেয়, এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশের নারী কর্মকর্তা পপি এগিয়ে আসেন, তিনি নিজে ড্রাইভ করে বাসটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। আহতদের নিজ হাতে সেবা দিতে থাকেন। পুলিশ কর্মকর্তা পপির এই কর্মকাণ্ড সেখানে উপস্থিত থাকা কয়েকজন মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করেন।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ কর্মকর্তার এই কাজকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নারী পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ১১:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

পুলিশ কর্মকর্তা পপির মানবিক কর্মকাণ্ড দেখে উপস্থিত যাত্রীরা মুগ্ধ। অনেকের মতে, সড়ক দুর্ঘটনায় আহতদের নিজ হাতে সেবা দিয়ে তিনি পুলিশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

মহাখালী ফ্লাইওভারের নিচে আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে প্রচণ্ডবেগে ধাক্কা দেয়, এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশের নারী কর্মকর্তা পপি এগিয়ে আসেন, তিনি নিজে ড্রাইভ করে বাসটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। আহতদের নিজ হাতে সেবা দিতে থাকেন। পুলিশ কর্মকর্তা পপির এই কর্মকাণ্ড সেখানে উপস্থিত থাকা কয়েকজন মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করেন।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ কর্মকর্তার এই কাজকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।