১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

প্রথম হিন্দী গানেই গগনের বাজিমাত

এই সময়ের আলোচিত কন্ঠশিল্পীদের মধ্যে অন্যতম গগন সাকিব। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো তার গানের রয়েছে আশাতীত সাড়া। সেই গগন সাকিব এবার প্রথমবারের মতো গাইলেন হিন্দী গান। তার নিজের গাওয়া প্রিয়া প্রিয়া গানটির হিন্দী সংস্করণ প্রকাশের পরই যেন ঝড় ওঠেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে। গানটি এই মুহর্তে বাংলাদেশে ইউটিউবে মিউজিক ট্রেন্ডিং এ শীর্ষে রয়েছে। গগন সাকিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির এই মুহর্তের অফিশিয়াল ভিউ ১৮ লাখেরও বেশি। প্রিয়া প্রিয়া হিন্দী ভার্সনের কথা লিখেছেন হাসিনুর রহমান ও মেঘা সরকার।

গগন সাকিবের সুরে গানটির মিউজিক মুনশী জুয়েলের। প্রথমবার হিন্দী গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘প্রিয়া প্রিয়া গানটি দিয়েই আমার সাফল্যের যাত্রা। তাই এই গানটি সব সময়ই আমার কাছে বিশেষ কিছু। তবে, হিন্দী ভার্সনটাও এতোটা শ্রোতাপ্রিয়তা পাবে ভাবিনি।’ এদিকে কিছুদিন আগেই গগন সাকিবের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে বিশ লাখ। যা দেশীয় শিল্পীদের মধ্যে সর্বোচ্চ।

বিজনেস বাংলাদেশ/ bh

 

ট্যাগ :

প্রথম হিন্দী গানেই গগনের বাজিমাত

প্রকাশিত : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

এই সময়ের আলোচিত কন্ঠশিল্পীদের মধ্যে অন্যতম গগন সাকিব। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো তার গানের রয়েছে আশাতীত সাড়া। সেই গগন সাকিব এবার প্রথমবারের মতো গাইলেন হিন্দী গান। তার নিজের গাওয়া প্রিয়া প্রিয়া গানটির হিন্দী সংস্করণ প্রকাশের পরই যেন ঝড় ওঠেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে। গানটি এই মুহর্তে বাংলাদেশে ইউটিউবে মিউজিক ট্রেন্ডিং এ শীর্ষে রয়েছে। গগন সাকিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির এই মুহর্তের অফিশিয়াল ভিউ ১৮ লাখেরও বেশি। প্রিয়া প্রিয়া হিন্দী ভার্সনের কথা লিখেছেন হাসিনুর রহমান ও মেঘা সরকার।

গগন সাকিবের সুরে গানটির মিউজিক মুনশী জুয়েলের। প্রথমবার হিন্দী গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘প্রিয়া প্রিয়া গানটি দিয়েই আমার সাফল্যের যাত্রা। তাই এই গানটি সব সময়ই আমার কাছে বিশেষ কিছু। তবে, হিন্দী ভার্সনটাও এতোটা শ্রোতাপ্রিয়তা পাবে ভাবিনি।’ এদিকে কিছুদিন আগেই গগন সাকিবের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে বিশ লাখ। যা দেশীয় শিল্পীদের মধ্যে সর্বোচ্চ।

বিজনেস বাংলাদেশ/ bh