কক্সবাজারের চকরিয়া উপজেলার দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ‘গোলাগুলিতে’ মো. শাহাজাহান (২৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উপজেলার বরইতলী ইউনিয়নের গর্জন বাগান নামক পাহাড়ি এলাকায় শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
শাহাজাহান বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা ছাড়া অন্যান্য অভিযোগে ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি বন্দুক, চারটি গুলি ও ৪০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বানিয়ারছড়া এলাকায় দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী শাহজাহানের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, শাহাজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, সরকারি কর্মচারীকে মারধর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে সাতটি ও চকরিয়ার আদালতে পাঁচটি বন মামলা রয়েছে। শাহাজাহান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।




















