০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ভ্রমণে খরচ বাঁচানোর উপায়!

ভ্রমণে যেতে কে না পছন্দ করে। পবিত্র ঈদুল ফিতর এগিয়ে আসছে। আর কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠা চাকরিজীবী ব্যক্তিরা এই ঈদের ছুটিতে নানা প্ল্যানে ব্যস্ত। এছাড়া অনেকদিন পরে একসঙ্গে হওয়ায় অন্যরাও পিছিয়ে থাকবেন না, বরং বেরিয়ে পড়বেন দর্শনীয় স্থানসহ পছন্দের জায়গায়। কেননা, এই ছোট্ট একটা ব্রেকের জন্য অনেকদিন ধরেই প্রাণটা ছটপট করছিল। তবে সমব সময় কি আর দেশের ভেতরে ঘুরতে ভালো লাগে, একটু তো বিদেশের হাওয়া খেতেও ইচ্ছে করে। তাই লম্বা ছুটি পেলে অনেকেই বিদেশ ভ্রমণের কথা ভাবেন। কিন্তু অনেকেই আবার প্রচুর পরিমাণ টাকা খরচের কথা ভেবে পিছিয়ে যান। কেননা, বাইরের দেশে বাসস্থান আর খাওয়া-দাওয়ার পেছনেই অর্থের বেশিরভাগটাই খরচ হয়ে যায়।

কিন্তু ভাবুন তো, যদি আপনার ভ্রমণের খরচের তালিকা থেকে এই বিশাল দুটি ব্যাপারই বাদ হয়ে যায়, তাহলে কেমন হবে? কি অবাক হচ্ছেন নিশ্চয়ই? সত্যিই এমনটা সম্ভব। আর কীভাবে সম্ভব তা আপনাদের জানাতেই আজকের এই প্রতিবেদন। তাহলে জেনে নিন ভ্রমণে গিয়ে অল্প খরচে থাকা-খাওয়ার পাট চুকিয়ে ফেলার কিছু উপায়।

১. স্থানীয়দের সাথে থাকা: দেশেই বাইরে গেলে প্রথমত অবশ্যই স্থানীয়দের বাসায় থাকার চেষ্টা করুন। দেশের বাইরে এমন অনেকেই আছেন যারা সামান্য কিছু টাকার বিনিময়ে বিদেশীদের নিজ বাড়িতে রাখতে আগ্রহী। একে বলে পেয়িং গেস্ট। এক্ষেত্রে কেবল খুবই কম খরচে থাকতে বা খেতে পারবেন তা-ই নয়, আপনি পাবেন স্থানীয় সংস্কৃতি ও তাদের দৈনন্দিন জীবনের ছোঁয়া।

এজন্য প্রযুক্তির এই যুগে অনলাইনের সাহায্য নিন। যেমন:- কাউচ সার্ফিং ( couch surfing ), ট্রাম্পোলিন ( Trampolinn ) বা হসপিটালিটি ক্লাবের ( Hospitality club ) এর মতো সাইটগুলো আপনাকে সাহায্য করবে।

২. ঘরের খেয়াল রাখা: বেড়াতে গিয়ে বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা করার আরেকটি ভালো মাধ্যম হচ্ছে হাউজ সিটিং বা বাড়ি দেখে শুনে রাখা। এক্ষেত্রে আপনি তেমন একজন মানুষের বাড়িতে বিনামূল্যে থাকতে পারেন যে কিনা নিজে বাড়ির বাইরে যাচ্ছে আর ঘরের সবকিছুর খেয়াল রাখার জন্যে আপনার ওপর নির্ভর করতে পারছে।

আর এক্ষেত্রে আপনি- ট্রাস্টেড হাউজ সিটার ( Trusted house sitters ), মাইন্ড মাই হাউজ (Mind My House ) ও হাউজ কেয়ারারস( HouseCarers ) এই সাইটগুলোর সাহায্য নিতে পারেন।

৩. ঘর বিনিময়: দেশের বাইরে অল্প খরচে ভ্রমণের আরেকটি কার্যকরী উপায় হচ্ছে বাসস্থান বিনিময় করে নেওয়া। অর্থাৎ, আপনি যেমন কারো বাড়িতে থাকবেন বিদেশে গিয়ে, ঠিক সেই সময়ে ঐ বাড়ির মালিকটি আপনার বাড়িতে এসে থাকবে। এবং অবশ্যই বিনামূল্যে! এক্ষেত্রে দুজনেই লাভবান হবার সুযোগ থাকায় এ পদ্ধতিটি প্রায়শই ব্যবহার করে ভ্রমণপিপাসুরা।

এক্ষেত্রেও আপনাকে সাহায্য করতে পারবে হোম এক্সচেঞ্জ (Home Exchange ) বা হোম লিংক (Home Link ) এর মতো বেশ কিছু ওয়েবসাইট।

৪. প্রয়োজনের অতিরিক্ত লাগেজ: প্রয়োজনের অতিরিক্ত লাগেজ নিয়ে বেড়াতে বের হবেন না। লাগেজ বেশি থাকলে তার জন্য আপনার পকেটও হালকা হবে।

৫. সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার: বেড়াতে গিয়ে সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার করুন। বিদেশে বেড়াতে যাওয়ার আগে নিজের ব্যাংককে একবার তা জানিয়ে রাখুন, যাতে ভ্রমণকালে আপনার কার্ড সচল থাকে।

৬. বিমানের টিকিটের সব প্ল্যান আগে থেকে করে রাখা: শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করলে অতিরিক্ত খরচ হতে পারে। ফলে অনেক আগে থেকেই সব প্ল্যান করে রাখুন।

৭. দেখে শুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নেওয়া: একই সার্ভিসের জন্য অতিরিক্ত চার্জ কেন দেবেন? বিদেশে বেড়ানোর আগে তাই সব দিক দেখে শুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নিন।

৮. এছাড়া অন্য সময় হলে উইকঅ্যান্ড ফ্লাইটের টিকিট না কেটে সপ্তাহের মাঝামাঝি কোনোদিন বেরিয়ে পড়ুন। কারণ উইকঅ্যান্ডে সাধারণত হোটেল বা ফ্লাইটের দাম বেশিই থাকে।

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

ভ্রমণে খরচ বাঁচানোর উপায়!

প্রকাশিত : ১২:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮

ভ্রমণে যেতে কে না পছন্দ করে। পবিত্র ঈদুল ফিতর এগিয়ে আসছে। আর কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠা চাকরিজীবী ব্যক্তিরা এই ঈদের ছুটিতে নানা প্ল্যানে ব্যস্ত। এছাড়া অনেকদিন পরে একসঙ্গে হওয়ায় অন্যরাও পিছিয়ে থাকবেন না, বরং বেরিয়ে পড়বেন দর্শনীয় স্থানসহ পছন্দের জায়গায়। কেননা, এই ছোট্ট একটা ব্রেকের জন্য অনেকদিন ধরেই প্রাণটা ছটপট করছিল। তবে সমব সময় কি আর দেশের ভেতরে ঘুরতে ভালো লাগে, একটু তো বিদেশের হাওয়া খেতেও ইচ্ছে করে। তাই লম্বা ছুটি পেলে অনেকেই বিদেশ ভ্রমণের কথা ভাবেন। কিন্তু অনেকেই আবার প্রচুর পরিমাণ টাকা খরচের কথা ভেবে পিছিয়ে যান। কেননা, বাইরের দেশে বাসস্থান আর খাওয়া-দাওয়ার পেছনেই অর্থের বেশিরভাগটাই খরচ হয়ে যায়।

কিন্তু ভাবুন তো, যদি আপনার ভ্রমণের খরচের তালিকা থেকে এই বিশাল দুটি ব্যাপারই বাদ হয়ে যায়, তাহলে কেমন হবে? কি অবাক হচ্ছেন নিশ্চয়ই? সত্যিই এমনটা সম্ভব। আর কীভাবে সম্ভব তা আপনাদের জানাতেই আজকের এই প্রতিবেদন। তাহলে জেনে নিন ভ্রমণে গিয়ে অল্প খরচে থাকা-খাওয়ার পাট চুকিয়ে ফেলার কিছু উপায়।

১. স্থানীয়দের সাথে থাকা: দেশেই বাইরে গেলে প্রথমত অবশ্যই স্থানীয়দের বাসায় থাকার চেষ্টা করুন। দেশের বাইরে এমন অনেকেই আছেন যারা সামান্য কিছু টাকার বিনিময়ে বিদেশীদের নিজ বাড়িতে রাখতে আগ্রহী। একে বলে পেয়িং গেস্ট। এক্ষেত্রে কেবল খুবই কম খরচে থাকতে বা খেতে পারবেন তা-ই নয়, আপনি পাবেন স্থানীয় সংস্কৃতি ও তাদের দৈনন্দিন জীবনের ছোঁয়া।

এজন্য প্রযুক্তির এই যুগে অনলাইনের সাহায্য নিন। যেমন:- কাউচ সার্ফিং ( couch surfing ), ট্রাম্পোলিন ( Trampolinn ) বা হসপিটালিটি ক্লাবের ( Hospitality club ) এর মতো সাইটগুলো আপনাকে সাহায্য করবে।

২. ঘরের খেয়াল রাখা: বেড়াতে গিয়ে বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা করার আরেকটি ভালো মাধ্যম হচ্ছে হাউজ সিটিং বা বাড়ি দেখে শুনে রাখা। এক্ষেত্রে আপনি তেমন একজন মানুষের বাড়িতে বিনামূল্যে থাকতে পারেন যে কিনা নিজে বাড়ির বাইরে যাচ্ছে আর ঘরের সবকিছুর খেয়াল রাখার জন্যে আপনার ওপর নির্ভর করতে পারছে।

আর এক্ষেত্রে আপনি- ট্রাস্টেড হাউজ সিটার ( Trusted house sitters ), মাইন্ড মাই হাউজ (Mind My House ) ও হাউজ কেয়ারারস( HouseCarers ) এই সাইটগুলোর সাহায্য নিতে পারেন।

৩. ঘর বিনিময়: দেশের বাইরে অল্প খরচে ভ্রমণের আরেকটি কার্যকরী উপায় হচ্ছে বাসস্থান বিনিময় করে নেওয়া। অর্থাৎ, আপনি যেমন কারো বাড়িতে থাকবেন বিদেশে গিয়ে, ঠিক সেই সময়ে ঐ বাড়ির মালিকটি আপনার বাড়িতে এসে থাকবে। এবং অবশ্যই বিনামূল্যে! এক্ষেত্রে দুজনেই লাভবান হবার সুযোগ থাকায় এ পদ্ধতিটি প্রায়শই ব্যবহার করে ভ্রমণপিপাসুরা।

এক্ষেত্রেও আপনাকে সাহায্য করতে পারবে হোম এক্সচেঞ্জ (Home Exchange ) বা হোম লিংক (Home Link ) এর মতো বেশ কিছু ওয়েবসাইট।

৪. প্রয়োজনের অতিরিক্ত লাগেজ: প্রয়োজনের অতিরিক্ত লাগেজ নিয়ে বেড়াতে বের হবেন না। লাগেজ বেশি থাকলে তার জন্য আপনার পকেটও হালকা হবে।

৫. সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার: বেড়াতে গিয়ে সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার করুন। বিদেশে বেড়াতে যাওয়ার আগে নিজের ব্যাংককে একবার তা জানিয়ে রাখুন, যাতে ভ্রমণকালে আপনার কার্ড সচল থাকে।

৬. বিমানের টিকিটের সব প্ল্যান আগে থেকে করে রাখা: শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করলে অতিরিক্ত খরচ হতে পারে। ফলে অনেক আগে থেকেই সব প্ল্যান করে রাখুন।

৭. দেখে শুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নেওয়া: একই সার্ভিসের জন্য অতিরিক্ত চার্জ কেন দেবেন? বিদেশে বেড়ানোর আগে তাই সব দিক দেখে শুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নিন।

৮. এছাড়া অন্য সময় হলে উইকঅ্যান্ড ফ্লাইটের টিকিট না কেটে সপ্তাহের মাঝামাঝি কোনোদিন বেরিয়ে পড়ুন। কারণ উইকঅ্যান্ডে সাধারণত হোটেল বা ফ্লাইটের দাম বেশিই থাকে।