১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ইসলামিক গানে হ্যাভেন টিউনের অনন্য অর্জন

সোশ্যাল মিডিয়া আসাতে বিভিন্ন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের কন্টেন্ট, তার মধ্যে অন্যতম ইসলামিক নাশিদ। নাশিদ এখন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কন্টেন্ট। নাশিদ প্রচারের মাধ্যমে অনেক প্লাটফরমই জনপ্রিয় হয়েছে তাদের মধ্যে অন্যতম “হ্যাভেন টিউন”। ইসলামিক গানের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম হ্যাভেন টিউন এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি ২০ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে।
সেই সাথে হ্যাভেন টিউন এর অংগপ্রতিষ্ঠান হিসেবে আরো রয়েছে ১৪টি পেজ, ইউটিউব চ্যানেল, গ্রæপ- সোশ্যাল মিডিয়ায় সবমিলিয়ে ৭০ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার ও মেম্বার রয়েছে হ্যাভেন টিউনের। এখন বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় একটি নাম “হ্যাভেন টিউন”। সারা বিশ্বে বাংলা নাশিদ ও ইসলামী গান ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গত পাঁচ বছর ধরে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে।
শাবাব বিন আনাস, আকসা বিনতে আনাস ও গাজী আনাস রাওশান এই তিনজনের কন্ঠেই রয়েছে বহু জনপ্রিয় গান। হ্যাভেন টিউনের বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশ মিলে ১০টিরও অধিক শাখায় শিল্পী সংখ্যা এখন প্রায় আড়াই হাজার। শুধুমাত্র ইসলামী সংগীত দিয়েই এতো বড় প্ল্যাটফর্ম খুব কমই চোখে পড়ে। গাজী আনাস রাওশান এর পরিচালনায় হ্যাভেন টিউন এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা শিল্পীদের খুজে বের করে এনে ফ্রিতে গান করার সুযোগ করে দেয় হ্যাভেন টিউন। হ্যাভেন টিউনের একটি চেরিটেবল খাত রয়েছে যার নাম হ্যাভেন টিউন ফাউন্ডেশন।
যার মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নিতে নেয়া হচ্ছে নানামুখি উদ্যোগ। রয়েছে অসহায় দরিদ্র শিল্পীদের জন্য সাহায্য, সহযোগীতা, পুনবরবাসনসহ রয়েছে কর্মজীবি হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ। এছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, বন্যার্তদের মাঝে ত্রান বিতরনসহ বিভিন্ন প্রাকৃতিক দুযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হ্যাভেন টিউন ফাউন্ডেশন। পাঁচ বছর আগে ২০১৮ সালে শুরু হয়ে পথ চলায় এখন বাংলাদেশের ইসলামিক সংগীতের বৃহত্তম প্ল্যাটফর্ম “হ্যাভেন টিউন”।
ইউটিউব চ্যানেলে আজ অবদি রিলিজ হয়েছে প্রায় ১০০০ কন্টেন্ট, তার মধ্যে ৯০মিলিয়ন- আমরা দুই ভাইবোন, ৪৮ মিলিয়ন ও দাদু গল্প বলোনা, ৩৮ মিলিয়ন আব্বু, ৩৬ মিলিয়ন দাদু সহ জনপ্রিয় গানের তালিকায় ১০০ এর উপরে গান মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। গাজী সাবাব বিন আনাসের বয়স যখন ত্রিশ মাস তখন “আমি চাঁদকে বলি” শিরোনামের একটি গান দিয়ে হ্যাভেন টিউনের যাত্রা শুরু। যা খুবই বিরল এতো ছোট বয়স থেকেই শাবাব বিন আনাস এতো জনপ্রিয়। গাজী আনাস রাওশানের নির্দেশনায় হ্যাভেন টিউন এখন বাংলাদেশ সহ বিশ্বের দরবারে সব থেকে জনপ্রিয়। এখন বাঙালি ইসলামী সংগীতের বিশ্বস্ত ইউটিউব চ্যানেল এর নাম হ্যাভেন টিউন।
ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইসলামিক গানে হ্যাভেন টিউনের অনন্য অর্জন

প্রকাশিত : ০৫:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়া আসাতে বিভিন্ন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের কন্টেন্ট, তার মধ্যে অন্যতম ইসলামিক নাশিদ। নাশিদ এখন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কন্টেন্ট। নাশিদ প্রচারের মাধ্যমে অনেক প্লাটফরমই জনপ্রিয় হয়েছে তাদের মধ্যে অন্যতম “হ্যাভেন টিউন”। ইসলামিক গানের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম হ্যাভেন টিউন এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি ২০ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে।
সেই সাথে হ্যাভেন টিউন এর অংগপ্রতিষ্ঠান হিসেবে আরো রয়েছে ১৪টি পেজ, ইউটিউব চ্যানেল, গ্রæপ- সোশ্যাল মিডিয়ায় সবমিলিয়ে ৭০ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার ও মেম্বার রয়েছে হ্যাভেন টিউনের। এখন বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় একটি নাম “হ্যাভেন টিউন”। সারা বিশ্বে বাংলা নাশিদ ও ইসলামী গান ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গত পাঁচ বছর ধরে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে।
শাবাব বিন আনাস, আকসা বিনতে আনাস ও গাজী আনাস রাওশান এই তিনজনের কন্ঠেই রয়েছে বহু জনপ্রিয় গান। হ্যাভেন টিউনের বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশ মিলে ১০টিরও অধিক শাখায় শিল্পী সংখ্যা এখন প্রায় আড়াই হাজার। শুধুমাত্র ইসলামী সংগীত দিয়েই এতো বড় প্ল্যাটফর্ম খুব কমই চোখে পড়ে। গাজী আনাস রাওশান এর পরিচালনায় হ্যাভেন টিউন এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা শিল্পীদের খুজে বের করে এনে ফ্রিতে গান করার সুযোগ করে দেয় হ্যাভেন টিউন। হ্যাভেন টিউনের একটি চেরিটেবল খাত রয়েছে যার নাম হ্যাভেন টিউন ফাউন্ডেশন।
যার মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নিতে নেয়া হচ্ছে নানামুখি উদ্যোগ। রয়েছে অসহায় দরিদ্র শিল্পীদের জন্য সাহায্য, সহযোগীতা, পুনবরবাসনসহ রয়েছে কর্মজীবি হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ। এছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, বন্যার্তদের মাঝে ত্রান বিতরনসহ বিভিন্ন প্রাকৃতিক দুযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হ্যাভেন টিউন ফাউন্ডেশন। পাঁচ বছর আগে ২০১৮ সালে শুরু হয়ে পথ চলায় এখন বাংলাদেশের ইসলামিক সংগীতের বৃহত্তম প্ল্যাটফর্ম “হ্যাভেন টিউন”।
ইউটিউব চ্যানেলে আজ অবদি রিলিজ হয়েছে প্রায় ১০০০ কন্টেন্ট, তার মধ্যে ৯০মিলিয়ন- আমরা দুই ভাইবোন, ৪৮ মিলিয়ন ও দাদু গল্প বলোনা, ৩৮ মিলিয়ন আব্বু, ৩৬ মিলিয়ন দাদু সহ জনপ্রিয় গানের তালিকায় ১০০ এর উপরে গান মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। গাজী সাবাব বিন আনাসের বয়স যখন ত্রিশ মাস তখন “আমি চাঁদকে বলি” শিরোনামের একটি গান দিয়ে হ্যাভেন টিউনের যাত্রা শুরু। যা খুবই বিরল এতো ছোট বয়স থেকেই শাবাব বিন আনাস এতো জনপ্রিয়। গাজী আনাস রাওশানের নির্দেশনায় হ্যাভেন টিউন এখন বাংলাদেশ সহ বিশ্বের দরবারে সব থেকে জনপ্রিয়। এখন বাঙালি ইসলামী সংগীতের বিশ্বস্ত ইউটিউব চ্যানেল এর নাম হ্যাভেন টিউন।