০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

পূজা চেরির ‘লিপিস্টিক’ এর বেসামাল গান প্রকাশ

সৌন্দর্য, স্টাইল আর অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকের মন জয় করেছেন পূজা চেরি। বয়স কম হলেও অভিনয় নিয়েই কাটে তার ব্যস্ততা। রবিবার সন্ধ্যায় প্রকাশ হল আলোচিত এই নায়িকার নতুন সিনেমা ‘লিপস্টিক’ এর বেসামাল গানটি। গানে পূজাকে দেখা গেছে নাচে ঝড় তুলতে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসছে পূজা। জানা গেছে সপ্তাহখানেক লেগেছিল গানটি করতে। বেসামাল গানের কথা লেখেছেন কবির বকুল। গানটির
সংগীত পরিচালক শওকত আলি ইমন। গানটি গেয়েছেন স্নেহা ভট্টাচার্য। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। সিনেমায় পূজার নায়ক আদর আজাদ। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

লিপস্টিকের গল্প সম্পর্কে পূজা বললেন, পরিচালক কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘লিপস্টিক’ সিনেমাটির -এর গল্প দারুণ। মনে হয়েছে আমার গল্প! এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।
পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া‘মাসুদ রানা’ সিনেমার কয়েকটি দৃশ্য বাকি।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

পূজা চেরির ‘লিপিস্টিক’ এর বেসামাল গান প্রকাশ

প্রকাশিত : ০৯:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

সৌন্দর্য, স্টাইল আর অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকের মন জয় করেছেন পূজা চেরি। বয়স কম হলেও অভিনয় নিয়েই কাটে তার ব্যস্ততা। রবিবার সন্ধ্যায় প্রকাশ হল আলোচিত এই নায়িকার নতুন সিনেমা ‘লিপস্টিক’ এর বেসামাল গানটি। গানে পূজাকে দেখা গেছে নাচে ঝড় তুলতে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসছে পূজা। জানা গেছে সপ্তাহখানেক লেগেছিল গানটি করতে। বেসামাল গানের কথা লেখেছেন কবির বকুল। গানটির
সংগীত পরিচালক শওকত আলি ইমন। গানটি গেয়েছেন স্নেহা ভট্টাচার্য। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। সিনেমায় পূজার নায়ক আদর আজাদ। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

লিপস্টিকের গল্প সম্পর্কে পূজা বললেন, পরিচালক কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘লিপস্টিক’ সিনেমাটির -এর গল্প দারুণ। মনে হয়েছে আমার গল্প! এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।
পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া‘মাসুদ রানা’ সিনেমার কয়েকটি দৃশ্য বাকি।

বিজনেস বাংলাদেশ/BH