০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

২৫ কেক কেটে শাকিব খানের রজত জয়ন্তী উদযাপন

২৫ কেক কেটে ক্যারিয়ারের ২৫ বছর উদযাপন করলেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (২৮ মে) রিমার্ক হারল্যান-এই আয়োজন করেন। এসময় একে একে শাকিব খান ২৫টি কেক কেটে রজত জয়ন্তী উদযাপন করে। এসময় তিনি বলেন’ ‘আজকে আপনারা যে আয়োজনটা করেছেন সত্যিই আমি আনন্দিত। মানুষ সবচেয়ে খুশি হয় যে কোনো সফলতায় তার পবিবার যখর উইস করে। রিমার্ক হারল্যান পরিবার যে ভাবে আমাকে আগলে রেখেছে ভালোবাসা দিয়ে আমরা একদিন রিমার্ক হারল্যান এর সফলতায় বিশাল সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। রিমার্ক হারল্যান যে তুফান গতিতে এগিয়ে যাচ্ছে খুব শিগগিরই আমরা সারা বিশ্বে ছড়িয়ে যাবো। সে লক্ষে আমরা এগিয়ে যাচ্ছি। আগামীতে আমরা সফলতার বিশাল রজত জয়ন্তী পালন করবো’। এদিকে দিনটি উপলক্ষে শুভেচ্ছার বইছে। শুধু দেশে নয় প্রিয় এই নায়কের রজত জয়ন্তী যুক্তরাষ্ট্র-ইন্ডিয়াতে উদযাপন করা হয়েছে।

১৯৯৯ সালের আজকের এই তারিখের (২৮ মে) মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’। এ উপলক্ষে দেশের অগণিত অনুসারীদের শুভেচ্ছায় সিক্ত ঢাকাই সিনেমার এই ‘ওয়ান অ্যান্ড অনলি’ সুপারস্টার।
সামাজিক মাধ্যমে ফ্যানদের মাধ্যমে শাকিবের ‘রজত জয়ন্তী’ ট্রেন্ডিংয়ে আছে! চমকপ্রদ খবর হচ্ছে, শাকিবের স্টারডম আবারও ফুটে উঠলো ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রতে! দুটি দেশের ফ্যানরা তার সফল ক্যারিয়ারে রজত জয়ন্তী উদযাপন করছেন। সেই ছবি ও ভিডিও দেখা গেল। যেখানে শাকিবের ফ্যানরা আনন্দ উল্লাসের মাধ্যমে দিনটি উদযাপন করছেন।

ইন্ডিয়ার দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেল্লার মাঠে দিনব্যাপী শাকিবের ক্যারিয়ারে রজত জয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে সরদ মিউজিক ভেঞ্চারস। এর কর্ণধার পৌষালি জানান, পশ্চিমবঙ্গে শাকিব খানের ফ্যান ফলোয়ার কম এটা একেবারে ভুল ধারণা। তিনি বলেন, বাংলাদেশে যেমন শাকিবিয়ান আছে, আমাদের এখানেও শাকিবিয়ানরা আছেন।

বাংলাদেশের মানুষ যেমন শাকিব খানকে মেগাস্টার বলে সম্মান করেন, আমরাও তাকে প্রচণ্ড ভালোবাসি ও সম্মান করি। এখানে যেসব শাকিবিয়ানরা এসেছে আমরা কারো থেকে কোনো আর্থিক হেল্প নেইনি। আমাদের যেমন সামর্থ্য সেভাবে আমরা সেলিব্রেট করছি। এখানে রুপম মজুমদার নামে আরো একজন কনটেন্ট ক্রিয়েটর আছে, বিজয় নামে একজন বাংলাদেশ থেকে ছুটে এসেছে। আমরা কেক কেটে উদযাপনসহ দুপুরের খাবার এবং লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছি।

পৌষালী মুখার্জী বলেন, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ জুড়ে শাকিবিয়ানদের শক্তিশালী ঘাঁটি তৈরি হচ্ছে। আর এই ফ্যানবেইজটা একটি কমিউনিটিতে আনতে আমরা আজ থেকে কাজ শুরু করলাম। আমরা শাকিব খানের যে কোনো সাফল্যে আগামীতে আরও বড় আয়োজন উদযাপন করবো।

এদিকে, শাকিবের আরেক ভক্ত এফএ ফারজানা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকেও শাকিবের ২৫ বছরের সাফল্যে গাঁথা ক্যারিয়ার উদযাপন করেছেন। সঙ্গে ছিলেন আনোয়ার। এর আগে ফারজানা বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডেও জন্মদিনের উইশ প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

ফারজানা বলেন, ব্যস্ততার মধ্যেও শাকিব খানকে ভালোবাসে তার সাফল্যকে সেলিব্রেট করেছি। ২৫ বছরের ক্যারিয়ারে ২৫টি বেলুন নিউ ইয়ার্কের আকাশে উড়িয়েছি। এছাড়া কেক কেটেছি। তিনি বলেন, শাকিব খানের ক্যারিয়ারে ৫০ বছরও আমরা আনন্দের সঙ্গে উদযাপন করতে চাই। তিনি বেছে বেছে সিনেমা করে আমাদের যা উপহার দিচ্ছেন তাতে আমরা গর্বিত। আমাদের সবার ভালোবাসায় উনি বেছে থাকবেন অনন্ত কাল।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

২৫ কেক কেটে শাকিব খানের রজত জয়ন্তী উদযাপন

প্রকাশিত : ০৯:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

২৫ কেক কেটে ক্যারিয়ারের ২৫ বছর উদযাপন করলেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (২৮ মে) রিমার্ক হারল্যান-এই আয়োজন করেন। এসময় একে একে শাকিব খান ২৫টি কেক কেটে রজত জয়ন্তী উদযাপন করে। এসময় তিনি বলেন’ ‘আজকে আপনারা যে আয়োজনটা করেছেন সত্যিই আমি আনন্দিত। মানুষ সবচেয়ে খুশি হয় যে কোনো সফলতায় তার পবিবার যখর উইস করে। রিমার্ক হারল্যান পরিবার যে ভাবে আমাকে আগলে রেখেছে ভালোবাসা দিয়ে আমরা একদিন রিমার্ক হারল্যান এর সফলতায় বিশাল সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। রিমার্ক হারল্যান যে তুফান গতিতে এগিয়ে যাচ্ছে খুব শিগগিরই আমরা সারা বিশ্বে ছড়িয়ে যাবো। সে লক্ষে আমরা এগিয়ে যাচ্ছি। আগামীতে আমরা সফলতার বিশাল রজত জয়ন্তী পালন করবো’। এদিকে দিনটি উপলক্ষে শুভেচ্ছার বইছে। শুধু দেশে নয় প্রিয় এই নায়কের রজত জয়ন্তী যুক্তরাষ্ট্র-ইন্ডিয়াতে উদযাপন করা হয়েছে।

১৯৯৯ সালের আজকের এই তারিখের (২৮ মে) মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’। এ উপলক্ষে দেশের অগণিত অনুসারীদের শুভেচ্ছায় সিক্ত ঢাকাই সিনেমার এই ‘ওয়ান অ্যান্ড অনলি’ সুপারস্টার।
সামাজিক মাধ্যমে ফ্যানদের মাধ্যমে শাকিবের ‘রজত জয়ন্তী’ ট্রেন্ডিংয়ে আছে! চমকপ্রদ খবর হচ্ছে, শাকিবের স্টারডম আবারও ফুটে উঠলো ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রতে! দুটি দেশের ফ্যানরা তার সফল ক্যারিয়ারে রজত জয়ন্তী উদযাপন করছেন। সেই ছবি ও ভিডিও দেখা গেল। যেখানে শাকিবের ফ্যানরা আনন্দ উল্লাসের মাধ্যমে দিনটি উদযাপন করছেন।

ইন্ডিয়ার দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেল্লার মাঠে দিনব্যাপী শাকিবের ক্যারিয়ারে রজত জয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে সরদ মিউজিক ভেঞ্চারস। এর কর্ণধার পৌষালি জানান, পশ্চিমবঙ্গে শাকিব খানের ফ্যান ফলোয়ার কম এটা একেবারে ভুল ধারণা। তিনি বলেন, বাংলাদেশে যেমন শাকিবিয়ান আছে, আমাদের এখানেও শাকিবিয়ানরা আছেন।

বাংলাদেশের মানুষ যেমন শাকিব খানকে মেগাস্টার বলে সম্মান করেন, আমরাও তাকে প্রচণ্ড ভালোবাসি ও সম্মান করি। এখানে যেসব শাকিবিয়ানরা এসেছে আমরা কারো থেকে কোনো আর্থিক হেল্প নেইনি। আমাদের যেমন সামর্থ্য সেভাবে আমরা সেলিব্রেট করছি। এখানে রুপম মজুমদার নামে আরো একজন কনটেন্ট ক্রিয়েটর আছে, বিজয় নামে একজন বাংলাদেশ থেকে ছুটে এসেছে। আমরা কেক কেটে উদযাপনসহ দুপুরের খাবার এবং লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছি।

পৌষালী মুখার্জী বলেন, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ জুড়ে শাকিবিয়ানদের শক্তিশালী ঘাঁটি তৈরি হচ্ছে। আর এই ফ্যানবেইজটা একটি কমিউনিটিতে আনতে আমরা আজ থেকে কাজ শুরু করলাম। আমরা শাকিব খানের যে কোনো সাফল্যে আগামীতে আরও বড় আয়োজন উদযাপন করবো।

এদিকে, শাকিবের আরেক ভক্ত এফএ ফারজানা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকেও শাকিবের ২৫ বছরের সাফল্যে গাঁথা ক্যারিয়ার উদযাপন করেছেন। সঙ্গে ছিলেন আনোয়ার। এর আগে ফারজানা বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডেও জন্মদিনের উইশ প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

ফারজানা বলেন, ব্যস্ততার মধ্যেও শাকিব খানকে ভালোবাসে তার সাফল্যকে সেলিব্রেট করেছি। ২৫ বছরের ক্যারিয়ারে ২৫টি বেলুন নিউ ইয়ার্কের আকাশে উড়িয়েছি। এছাড়া কেক কেটেছি। তিনি বলেন, শাকিব খানের ক্যারিয়ারে ৫০ বছরও আমরা আনন্দের সঙ্গে উদযাপন করতে চাই। তিনি বেছে বেছে সিনেমা করে আমাদের যা উপহার দিচ্ছেন তাতে আমরা গর্বিত। আমাদের সবার ভালোবাসায় উনি বেছে থাকবেন অনন্ত কাল।

বিজনেস বাংলাদেশ/BH