১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকা‌রি গ্রেফতার

কুমিল্লা নগ‌রীর রানীর‌দিঘীর পা‌ড়ে ছিনতাইয়ের ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ নগরীর মুরাদপুর ও ঠাকুপাড়া এলাকা থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক করেছে পুলিশ।

সোমবার (১৫জুলাই) দিবাগত রা‌তে আটক করা হয়। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-সেবা পিপিএম এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য নি‌শ্চিত জানান।

পু‌লিশ সুপার জানান,তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছেনি , ছিনতাইকৃত চার হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন–র‌কি ( ১৯)নগ‌রের চর্থা এলাকার শাহআলম মিয়ার ছেলে ও আল মোকা‌দ্দিম ( ২৫ )নগরীর রাণীর বাজারের নোনাবাদ কলোনী এলাকার সৈয়দ আহম্মদ খোকন এর ছেলে।

পু‌লিশ সুপার সাইদুল ইসলাম আরও ব‌লেন- গত ১৩ জুলাই নগরীর রানীর দিঘীর দক্ষিণ-পশ্চিম পাড়ের পার্কের দোলনা‌তে বসা তৌফিকুল ইসলাম সবুজ কে ছিনতাইকা‌রিরা কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ নি‌য়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা দুই জন পেশাদার ছিনতাইকারী।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সকালে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকা‌রি গ্রেফতার

প্রকাশিত : ০৫:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

কুমিল্লা নগ‌রীর রানীর‌দিঘীর পা‌ড়ে ছিনতাইয়ের ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ নগরীর মুরাদপুর ও ঠাকুপাড়া এলাকা থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক করেছে পুলিশ।

সোমবার (১৫জুলাই) দিবাগত রা‌তে আটক করা হয়। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-সেবা পিপিএম এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য নি‌শ্চিত জানান।

পু‌লিশ সুপার জানান,তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছেনি , ছিনতাইকৃত চার হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন–র‌কি ( ১৯)নগ‌রের চর্থা এলাকার শাহআলম মিয়ার ছেলে ও আল মোকা‌দ্দিম ( ২৫ )নগরীর রাণীর বাজারের নোনাবাদ কলোনী এলাকার সৈয়দ আহম্মদ খোকন এর ছেলে।

পু‌লিশ সুপার সাইদুল ইসলাম আরও ব‌লেন- গত ১৩ জুলাই নগরীর রানীর দিঘীর দক্ষিণ-পশ্চিম পাড়ের পার্কের দোলনা‌তে বসা তৌফিকুল ইসলাম সবুজ কে ছিনতাইকা‌রিরা কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ নি‌য়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা দুই জন পেশাদার ছিনতাইকারী।

বিজনেস বাংলাদেশ/ডিএস