০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

চুনতী সীরত মাহফিলের আখেরি মোনাজাত আজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবস আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর । সকাল ৯টায় শুরু হয়ে দিবাগত রাতে অর্থাৎ ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে উক্ত মাহফিল।

অধিবেশনের শুরুতে : সকাল ৯টা তেলাওয়াতে কালামে পাক: আবু ওবাইদা মুহাম্মদ সাদ ছাত্র, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা, লোহাগাড়া। না’ আতে রসুল (সা.): সাজ্জাদ হোছাইন মিযান ছাত্র, হা-মীম একাডেমি, শাহ্ মঞ্জিল, চুনতী, লোহাগাড়া।ছদরে মাহফিল : আলহাজ্ব মাওলানা ফজলুল হক সাহেব সাবেক অধ্যক্ষ, আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসা, লোহাগাড়া। দারসুল হাদীস : আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী সাহেব খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, বান্দরবান।না’ আতে রসুল (সা.) : হাফেজ তারেকুল্লাহ ছাত্র, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা, লোহাগাড়া। ইসলামে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে ওয়ায়েজ আলহাজ্ব মাওলানা আমিমুল এহছান সাহেব অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

এছাড়াও সীরতুন্নবী মাহফিলের শেষ দিনে আলোচনা করবেন, ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সাদেকুর রহমান আজহারীসহ আরও অনেকে।

সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এবং শাহজাদা তৈয়বুল হক বেদার আখেরি মোনাজাতে অংশ নিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

চুনতী সীরত মাহফিলের আখেরি মোনাজাত আজ

প্রকাশিত : ০৪:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবস আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর । সকাল ৯টায় শুরু হয়ে দিবাগত রাতে অর্থাৎ ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে উক্ত মাহফিল।

অধিবেশনের শুরুতে : সকাল ৯টা তেলাওয়াতে কালামে পাক: আবু ওবাইদা মুহাম্মদ সাদ ছাত্র, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা, লোহাগাড়া। না’ আতে রসুল (সা.): সাজ্জাদ হোছাইন মিযান ছাত্র, হা-মীম একাডেমি, শাহ্ মঞ্জিল, চুনতী, লোহাগাড়া।ছদরে মাহফিল : আলহাজ্ব মাওলানা ফজলুল হক সাহেব সাবেক অধ্যক্ষ, আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসা, লোহাগাড়া। দারসুল হাদীস : আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী সাহেব খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, বান্দরবান।না’ আতে রসুল (সা.) : হাফেজ তারেকুল্লাহ ছাত্র, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা, লোহাগাড়া। ইসলামে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে ওয়ায়েজ আলহাজ্ব মাওলানা আমিমুল এহছান সাহেব অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

এছাড়াও সীরতুন্নবী মাহফিলের শেষ দিনে আলোচনা করবেন, ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সাদেকুর রহমান আজহারীসহ আরও অনেকে।

সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এবং শাহজাদা তৈয়বুল হক বেদার আখেরি মোনাজাতে অংশ নিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস