নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি মার্কেটে ডাকাতিতে বাধা দেয়ায় দুই নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় মার্কেটের তিনটি ব্যাটারি দোকান থেকে প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
শনিবার ভোরে উপজেলার লক্ষণখোলা মাদরাসা মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তর লক্ষনখোলার আব্দুস সামাদ মৃধার ছেলে মো. রায়হান মিয়া (৫৫) ও চৌরাপাড়া এলাকার বদি মিয়ার ছেলে মোতালেব হোসেন (৫৫)।
বন্দর থানার ওসি শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার লক্ষণখোলা মাদরাসা মার্কেটে ট্রাকযোগে এসে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতরা ব্যাটারির দোকানে হানা দেয়ার সময় মার্কেটে থাকা দুই নৈশপ্রহরী বাধা দেন। এতে ডাকাত দল দুই নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এ সময় রায়হান মিয়া ঘটনাস্থলে মারা যান। আর মোতালেব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।
মালপত্র ও টাকার পরিমাণ হিসাব করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, ডাকাতদের গ্রেফতারসহ মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে। আর দোকান মালিকরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

























