১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

সরিষাবাড়ীতে তিন (৩)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ জুলাই) গভীর রাতে সেনাবাহিনীর একটি দল ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পঞ্চাশী এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের উপর অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনজন ইয়াবা ব্যবসায়ীদের পঞ্চাশী বাজারে থেকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন- মো. টিপু (৫৫) পিতা: মৃত মোঃ ময়নুল গ্রাম: কামারজানি,ধনবাড়ী,টাংগাইল।

মোঃ বাদল(৩৫) পিতাঃ মোঃ আব্দুল হক গ্রামঃ পাচপোটল, ধনবাড়ী টাংগাইল।মোঃ নাজিম উদ্দীন (৩০) পিতাঃ মোঃ বদিউজ্জামাল গ্রামঃ পাচপোটল, ধনবাড়ী,টাংগাইল।
আটককৃতদের কাছ থেকে,ইয়াবা -১০৬ পিস,কন্ট্রোলার -২ পিস, হিরোইন ১গ্রাম (২১ পুরিয়া) মোবাইল ৫ টি (অ্যান্ড্রয়েড -১ টি,বাটুন ফোন-৪ টি) নগদ টাকা -৪২,২৪০/।
তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ( নিরস্র ) মোঃ জসিম উদ্দিন মামলা দায়ের করে। সরিষাবাড়ী থানার মামলা নম্বর ১১।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ভবিষ্যতে আরও কঠোর হবে এনসিপির প্রতিবাদপ্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মাহবুব আলম

সরিষাবাড়ীতে তিন (৩)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৫:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ জুলাই) গভীর রাতে সেনাবাহিনীর একটি দল ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পঞ্চাশী এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের উপর অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনজন ইয়াবা ব্যবসায়ীদের পঞ্চাশী বাজারে থেকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন- মো. টিপু (৫৫) পিতা: মৃত মোঃ ময়নুল গ্রাম: কামারজানি,ধনবাড়ী,টাংগাইল।

মোঃ বাদল(৩৫) পিতাঃ মোঃ আব্দুল হক গ্রামঃ পাচপোটল, ধনবাড়ী টাংগাইল।মোঃ নাজিম উদ্দীন (৩০) পিতাঃ মোঃ বদিউজ্জামাল গ্রামঃ পাচপোটল, ধনবাড়ী,টাংগাইল।
আটককৃতদের কাছ থেকে,ইয়াবা -১০৬ পিস,কন্ট্রোলার -২ পিস, হিরোইন ১গ্রাম (২১ পুরিয়া) মোবাইল ৫ টি (অ্যান্ড্রয়েড -১ টি,বাটুন ফোন-৪ টি) নগদ টাকা -৪২,২৪০/।
তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ( নিরস্র ) মোঃ জসিম উদ্দিন মামলা দায়ের করে। সরিষাবাড়ী থানার মামলা নম্বর ১১।

ডিএস./