১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে এই স্লোগানে রেলপথ সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের পায়রাচত্ত্বরে এ আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ও ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ কবির, তাজনুর রহমান, আব্দুস সবুর, জিয়াউল ইসলাম খান, ফখরুদ্দিন মুন্না, আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ঝিনাইদহ শহরের সাথে দ্রুত রেলপথ সংযোগের দাবি জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে এই স্লোগানে রেলপথ সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের পায়রাচত্ত্বরে এ আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ও ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ কবির, তাজনুর রহমান, আব্দুস সবুর, জিয়াউল ইসলাম খান, ফখরুদ্দিন মুন্না, আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ঝিনাইদহ শহরের সাথে দ্রুত রেলপথ সংযোগের দাবি জানান।

ডিএস./