পাবনার সুজানগরে প্রেসক্লাবের আয়োজনে নারী সাংবাদিক সুর্বণা নদীকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক, আনন্দ টিভি, টাইমস টিভি ও দৈনিক অন্যদিগন্তের পাবনা প্রতিনিধি, নির্ভিক সংবাদ ব্যুরোচীপ, পাবনা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নারী সাংবাদিক সুর্বণা নদীকে গত মঙ্গলবার (২৮ আগস্ট ১৮ইং) তার বাসার সামনে রাতে দূর্বিত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সম্পাদক এম মনিরুজ্জামানের সঞ্চালনায় এ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, পৌরসভার কাউন্সিলর আনিসুর রহমান খোকন, সুজানগর নাট্যগোষ্টির সভাপতি টিপু সুলতান দুলাল, সাধারণ সম্পাদক এম মঞ্জুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী আকবর রাজু, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌতম কুন্ডু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সজীব, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ মহববত আলী রনি, নির্বাহী সদস্য মোস্তফাজামাল জুম্বু, সেলিম মোর্সেদ রানা, আনোয়ারুল মাস্টার, হাফিজুর রহমান, কাঁচারীপাড়া ক্লাবের সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসান জাদু, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব হাসান সবুজ প্রমুখ।
এছাড়া বিভিন্ন পেশাজীবীর মানুষ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।


























