টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খিলপাড়ার একটি ধান ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হেলাল উদ্দিন গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার গাজী শেখের ছেলে। তিনি ভাঙ্গারীর ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসীর উপজেলার খিলপাড়ায় একটি ধান ক্ষেতে ড্রামের ভিতরে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, মঙ্গলবার রাতে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিকল্পিকভাবে তাকে হত্যা করা হয়েছে।
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিভাবে ওসি বলতে পারেননি।


























