পাবনার সুজানগর উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-১ থেকে ৭ অক্টোবর ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্যে দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন করেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।
এ সময় সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা রফিকুল হাসান, মেডিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, স্বাস্থ্য পরিদর্শক মীর আলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমজাদ হোসেন, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার দেলোয়ার হোসেন বাবু, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান,সাধারণ সম্পাদক এমএ আলিম (রিপন), যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এএইচএম কামাল, দপ্তর সম্পাদক মমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবি/জেজে


























