বিশ্বমানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআনুল। কুরআনুল কারিম-এর ওপর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। সাওত আল-উম্মাহর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। দেশটির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মুনস্টার বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ নভেম্বর আন্তর্জাতিক কুরআন সম্মেলন অনুষ্ঠিত হবে।
মুনস্টার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক স্টাডিজ বিভাগ ২৪ নভেম্বর থেকে ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করবে। এ সম্মেলনের থিম হলো ‘কুরআন অধ্যয়নে ঐতিহ্যগত ও আধুনিক দৃষ্টিভঙ্গি’।
আরও পড়ুন > ভারতের স্কুলে কুরআন শিক্ষার প্রস্তাব করেছেন মেনেকা গান্ধী
কুরআনের আন্তর্জাতিক এ সম্মেলনে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ থেকে গবেষকরা অংশগ্রহণ করবেন বলে সম্মেলন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।
এ সম্মেলনে কুরআন অধ্যয়ন সম্পর্কে মুসলিম ও অমুসলিম গবেষকরা তাদের মতামত তুলে ধরবেন। এ অনুষ্ঠনের মাধ্যমে কুরআনের ব্যাপক প্রচার ও প্রচারণা হবে বলেও মনে করেন তারা।
বিবি/রেআ


























