০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

যশোর সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার দোগাছিয়ায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৌমেন দাস জানান, সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

তিনি বলেন, সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ।

সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলি চালায়। এ সময় সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিবি/জেজে

ট্যাগ :

বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

যশোর সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার দোগাছিয়ায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৌমেন দাস জানান, সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

তিনি বলেন, সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ।

সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলি চালায়। এ সময় সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিবি/জেজে