হাইকোর্টের ৫টি নির্দেশনা থাকার পরও তা যথাযথভাবে পালন না করার অভিযোগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থানা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ১১ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হয়ে আদালতের আদেশ অমান্য করার কারণ ব্যাখ্যা করার জন্য বলেছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।
তিনি জানান, সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ আবেদনকারীর পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন, এ আর এম কামরুজ্জামান কাকন ও সুব্রজিত ব্যানার্জি।
আদালতের নির্দেশনা থাকার পরও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থানা অধিদফতরে চাকরিরত সিরাজুল ইসলাম সিদ্দিকী নামে এক মুক্তিযোদ্ধাকে হয়রানির অভিযোগে আদালত এ নির্দেশ দেন।
বিবি/রেআ


























