‘ছক্কায় জোরে, স্টাইকার আসবে ঘরে’ এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী সুপার স্টাইকার খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে টিভিএস মটরসের আয়োজনে এ খেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির।
এর আগে শহরে একটি বাই র্যালী বের হয় এবং র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়মাঠে এসে শেষ হয়।
এসময় বাংলাদেশ টিভিএস অটোর হেড অব মার্কেটিং আশরাফুল হাসান, ঠাকুরগাঁও চিটাগাং পরিবারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ কাজী মো. মোবিনুল হক উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সুপার স্টাইকার খেলায় ঠাকুরগাঁওয়ের ৩ শতাধিক খেলোয়ার অংশগ্রহণ করেন। এরমধ্যে সবচেয়ে বড় ছক্কাটি মেরে টিভিএস মটরস এর তালিকাভুক্ত হন মিলন।
বাংলাদেশ টিভিএস অটোর হেড অব মার্কেটিং আশরাফুল হাসান বলেন, বাংলাদেশের ২০টি জেলায় এ খেলা অনুষ্ঠিত হবে। এরপর বড় ছক্কা হাকানো ২০জন খেলোয়াড়কে বাছাই করে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটি প্রতিযোগিতার মাধ্যম একজন বড় ছক্কা হাকানো খেলোয়াড় বিজয়ী হবেন । পরে টিভিএস মটরস এর পক্ষ থেকে তাকে একটি স্টাইকার মটরসাইকেল উপহার দেওয়া হবে।
বিবি/রেআ





















