০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

হতদরিদ্রদের দু’ শ বস্তা চাউল জব্দ, আটক এক

জামালপুরের মেলান্দহে হতদরিদ্রদের দু’ শ বস্তা চাউল আটক করেছে পুলিশ। ২০ এপ্রিল দুপুর ১ টার দিকে তেঘরিয়া- ভাঙ্গুনিডাঙ্গা এলাকার জামালপুর – মাদারগঞ্জ রোড থেকে এ চাউল আটক করা হয়। ওসি গাজী সাখাওয়াত হোসেন জানান, ১০ নং ঝাউগড়া ইউনিয়নের হতদরিদ্রদের বিতরণের জন্য চাউলগুলো বরাদ্দ ছিল।

কিছু চাউল কালোবাজারে বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা এবং পুলিশ তৎপরতা চালায়। এ ব্যাপারে ঝাউগড়া গ্রামের ইমান আলীর ছেলে আপেল মাহমুদ (৩৫)কে আটক করা হয়েছে। দু’ শ বস্তা চাউল জব্দ করে পুলিশের হেফাজতে আনা হয়েছে। প্রতিবস্তায় ৩০ কেজি চাউল আছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন’র উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা

হতদরিদ্রদের দু’ শ বস্তা চাউল জব্দ, আটক এক

প্রকাশিত : ০৩:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯

জামালপুরের মেলান্দহে হতদরিদ্রদের দু’ শ বস্তা চাউল আটক করেছে পুলিশ। ২০ এপ্রিল দুপুর ১ টার দিকে তেঘরিয়া- ভাঙ্গুনিডাঙ্গা এলাকার জামালপুর – মাদারগঞ্জ রোড থেকে এ চাউল আটক করা হয়। ওসি গাজী সাখাওয়াত হোসেন জানান, ১০ নং ঝাউগড়া ইউনিয়নের হতদরিদ্রদের বিতরণের জন্য চাউলগুলো বরাদ্দ ছিল।

কিছু চাউল কালোবাজারে বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা এবং পুলিশ তৎপরতা চালায়। এ ব্যাপারে ঝাউগড়া গ্রামের ইমান আলীর ছেলে আপেল মাহমুদ (৩৫)কে আটক করা হয়েছে। দু’ শ বস্তা চাউল জব্দ করে পুলিশের হেফাজতে আনা হয়েছে। প্রতিবস্তায় ৩০ কেজি চাউল আছে।

বিবি/রেআ