ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পৌর শেখ রাসেল শিশু পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে শতাধিক তরুন-তরুনীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানকালে শেখ রাসেল শিশু পার্কের ভেতর বিভিন্ন স্থান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত শতাধিক তরুণ-তরুণী ও স্কুল-কলেজের শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে বেশির ভাগই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। পরে কিছু তরুন-তরুনীকে পরিবারের অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি কিছু তরুন-তরুনীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজুদুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজুদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শিশু পার্কটিতে অসামাজিক কার্যকলাম চলে আসছিলো, এদের বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। আর এ ব্যাপারটি নবাগত জেলা প্রশাসক অতুল সরকারের নজরে আসলে তার নিদের্শে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে কিছু তরুন-তরুনীকে তাদের অভিভাবকের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
বিবি/ইএম


























