১০:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ডেকোরেশন শ্রমিকরা পেল হাটহাজারী ইউএনও’র ভালবাসার থলে

করোনা ভাইরাসের প্রভাবের কারণে বিয়ে বাড়ি,মেজবান বা সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাঁশ,পর্দা ও লাইটের আলোয় আলোকিত হচ্ছে না কোন বাড়ি/ক্লাব/অফিস আদালত। ডেকোরেশন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ।
তাই কর্মহীন হয়ে পড়েছে ডেকোরেশন পেশায় জড়িত শতকের মতোই শ্রমিক। তাদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন।
বুধবার (৩রা জুন)বিকালের দিকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুহুল আমিন ৩৫জন শ্রমিককে ২য় দফায় ভালবাসার থলে নামক খাদ্য সামগ্রী তুলে দেন।
এই ভালবাসার থলের মধ্য ছিল (চাল ১০ কেজি,ডাল ১ কেজি,তেল ১ লিটার,পেয়াজ,আলু,সাবান ইত্যাদি)।
এছাড়াও বাসুদেব যোগাশ্রমেও আজ ২য় বার ভালবাসার থলে (৫০ কেজি চাল,১০ লিটার তেল,লবন,সাবান) প্রেরণ করা হয়েছে।
বাসুদেব আশ্রমে ১ম বার ভালবাসার থলে(১০০ কেজি চাল,১৫ লিটার তেল,১০ কেজি সবজি) প্রেরণ করা হয়েছিল।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন বলেন, ১৭ই মার্চ,২৬ মার্চ, ১ লা বৈশাখ সহ নানান অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত থাকার কথা ছিল উপজেলার ডেকোরেশন শ্রমিকদের। করোনার কারনে তাদের কাজ বন্ধ অসহায় ।
তাদেরকে ২য়বার ভালবাসার থলে দেওয়া হয়েছে। বুধবার বিকালে ওই ৩৫ জনকে দ্বিতীয় বারের মতো ‘ভালবাসার থলে’ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়াও বাসুদেব যোগাশ্রমেও আজ ২য় বার ভালবাসার থলে (৫০ কেজি চাল, ১০ লিটার তেল, লবন, সাবান) প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

ডেকোরেশন শ্রমিকরা পেল হাটহাজারী ইউএনও’র ভালবাসার থলে

প্রকাশিত : ০১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
করোনা ভাইরাসের প্রভাবের কারণে বিয়ে বাড়ি,মেজবান বা সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাঁশ,পর্দা ও লাইটের আলোয় আলোকিত হচ্ছে না কোন বাড়ি/ক্লাব/অফিস আদালত। ডেকোরেশন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ।
তাই কর্মহীন হয়ে পড়েছে ডেকোরেশন পেশায় জড়িত শতকের মতোই শ্রমিক। তাদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন।
বুধবার (৩রা জুন)বিকালের দিকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুহুল আমিন ৩৫জন শ্রমিককে ২য় দফায় ভালবাসার থলে নামক খাদ্য সামগ্রী তুলে দেন।
এই ভালবাসার থলের মধ্য ছিল (চাল ১০ কেজি,ডাল ১ কেজি,তেল ১ লিটার,পেয়াজ,আলু,সাবান ইত্যাদি)।
এছাড়াও বাসুদেব যোগাশ্রমেও আজ ২য় বার ভালবাসার থলে (৫০ কেজি চাল,১০ লিটার তেল,লবন,সাবান) প্রেরণ করা হয়েছে।
বাসুদেব আশ্রমে ১ম বার ভালবাসার থলে(১০০ কেজি চাল,১৫ লিটার তেল,১০ কেজি সবজি) প্রেরণ করা হয়েছিল।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন বলেন, ১৭ই মার্চ,২৬ মার্চ, ১ লা বৈশাখ সহ নানান অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত থাকার কথা ছিল উপজেলার ডেকোরেশন শ্রমিকদের। করোনার কারনে তাদের কাজ বন্ধ অসহায় ।
তাদেরকে ২য়বার ভালবাসার থলে দেওয়া হয়েছে। বুধবার বিকালে ওই ৩৫ জনকে দ্বিতীয় বারের মতো ‘ভালবাসার থলে’ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়াও বাসুদেব যোগাশ্রমেও আজ ২য় বার ভালবাসার থলে (৫০ কেজি চাল, ১০ লিটার তেল, লবন, সাবান) প্রেরণ করা হয়েছে।