০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

মাটিরাঙ্গা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উপলক্ষ্যে ইউএনও এর মতবিনিময়

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উপলক্ষ্যে বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.বরকত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা মারমা নেতা মাটিরাঙ্গা ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরী,মারমা নেতা সদু অং মারমা,,সহ মারমা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা ও মাস ব্যাপি কঠিন চিবর দান এর মধ্য দিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান ও প্রবারণা পূর্ণিমা যেন শান্তিপূর্ন ভাবে পালন করতে পারে সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিসীর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রতিটি পূজামন্ডপে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন আন্তরিকতার কাজ করে যাচ্ছে। গুজবে কান না দিয়ে। সবাই সচেতন হয়ে কাজ করতে হবে।

কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষে উপজেলা প্রশাসন সকল সম্প্রদায়কে নিয়ে সম্মিলিত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, কোন ধরণের ঘটনা ঘটার আশঙ্কা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে দেওয়া প্রশাসনের মোবাইল নম্বরে ফোন করে দ্রুত জানাতে আহবান জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ডিএস

 

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

মাটিরাঙ্গা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উপলক্ষ্যে ইউএনও এর মতবিনিময়

প্রকাশিত : ০৫:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উপলক্ষ্যে বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.বরকত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা মারমা নেতা মাটিরাঙ্গা ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরী,মারমা নেতা সদু অং মারমা,,সহ মারমা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা ও মাস ব্যাপি কঠিন চিবর দান এর মধ্য দিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান ও প্রবারণা পূর্ণিমা যেন শান্তিপূর্ন ভাবে পালন করতে পারে সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিসীর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রতিটি পূজামন্ডপে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন আন্তরিকতার কাজ করে যাচ্ছে। গুজবে কান না দিয়ে। সবাই সচেতন হয়ে কাজ করতে হবে।

কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষে উপজেলা প্রশাসন সকল সম্প্রদায়কে নিয়ে সম্মিলিত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, কোন ধরণের ঘটনা ঘটার আশঙ্কা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে দেওয়া প্রশাসনের মোবাইল নম্বরে ফোন করে দ্রুত জানাতে আহবান জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ডিএস