০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

অতিরিক্ত যাত্রী বহন, ৫ লঞ্চকে জরিমানা

ফাইল ছবি

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পাঁচটি লঞ্চকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ জরিমানা করেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে আসা প্রায় সব লঞ্চেই ধারণ ক্ষমতার দ্বিগুণ বা তিনগুণ যাত্রী ছিল। এমন সংবাদে ঘাটে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে লঞ্চগুলো মাঝ নদীতে থামিয়ে রাখেন চালকরা। এতে আরো ঝুঁকিতে পড়েন যাত্রীরা। পরে নৌপুলিশের সহযোগিতায় লঞ্চগুলোকে তীরে আনা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি লঞ্চকে জরিমানা করা হয়।

রাশেদুজ্জামান বলেন, ভ্রাম্যমাণ আদালতে এমভি রাকিব-১ এর মাস্টার মো. শাহজাহান আলীকে তিন হাজার, এমভি শুভ্র রোদেলার মাস্টার মো. হান্নান ঢালীকে তিন হাজার, এমভি অর্পণ এন্টারপ্রাইজের মাস্টার মো. ইদ্রিস আলীকে তিন হাজার, এভি রাজিব-১ এর মাস্টার নয়ন মোল্লাকে দুই হাজার ও এমভি মোহাম্মদিয়ার মাস্টার আবুল কালামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল থেকে ধারণ ক্ষমতার ভেতরে যাত্রীসংখ্যা রেখে লঞ্চ চলাচল করছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

অতিরিক্ত যাত্রী বহন, ৫ লঞ্চকে জরিমানা

প্রকাশিত : ০৩:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পাঁচটি লঞ্চকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ জরিমানা করেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে আসা প্রায় সব লঞ্চেই ধারণ ক্ষমতার দ্বিগুণ বা তিনগুণ যাত্রী ছিল। এমন সংবাদে ঘাটে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে লঞ্চগুলো মাঝ নদীতে থামিয়ে রাখেন চালকরা। এতে আরো ঝুঁকিতে পড়েন যাত্রীরা। পরে নৌপুলিশের সহযোগিতায় লঞ্চগুলোকে তীরে আনা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি লঞ্চকে জরিমানা করা হয়।

রাশেদুজ্জামান বলেন, ভ্রাম্যমাণ আদালতে এমভি রাকিব-১ এর মাস্টার মো. শাহজাহান আলীকে তিন হাজার, এমভি শুভ্র রোদেলার মাস্টার মো. হান্নান ঢালীকে তিন হাজার, এমভি অর্পণ এন্টারপ্রাইজের মাস্টার মো. ইদ্রিস আলীকে তিন হাজার, এভি রাজিব-১ এর মাস্টার নয়ন মোল্লাকে দুই হাজার ও এমভি মোহাম্মদিয়ার মাস্টার আবুল কালামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল থেকে ধারণ ক্ষমতার ভেতরে যাত্রীসংখ্যা রেখে লঞ্চ চলাচল করছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান।

বিজনেস বাংলাদেশ/ এ আর