০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রের মৃত্যু

মূষলধারে বৃষ্টি চলাকালে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ও স্থানীয় বাসিন্দা আব্দুল হাই’র ছেলে মিজানুর রহমান (১৫) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সাহাজউদ্দিন হাইস্কুলের ১০ শ্রেনীর ছাত্র ও স্থানীয় রুহুল আমিনের ছেলে মো. নাদিম (১৬)।

গাজীপুর ক্রিকেট একাডেমির প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন লিটন জানান, তারা ওই একাডেমি থেকে ক্রিকেট অনুশীলন করতেন। কিন্তু এদিন বৃষ্টির কারণে ক্রিকেট অনুশীণ বন্ধ থাকায় দুপুরে বৃষ্টির মধ্যে তারা কয়েকজনে স্টেডিয়ামে ফুটবল খেলতে নামে। এক পর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, দুপুর পৌণে ১টার দিকে তাদের দুইজনকেই মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

মূষলধারে বৃষ্টি চলাকালে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ও স্থানীয় বাসিন্দা আব্দুল হাই’র ছেলে মিজানুর রহমান (১৫) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সাহাজউদ্দিন হাইস্কুলের ১০ শ্রেনীর ছাত্র ও স্থানীয় রুহুল আমিনের ছেলে মো. নাদিম (১৬)।

গাজীপুর ক্রিকেট একাডেমির প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন লিটন জানান, তারা ওই একাডেমি থেকে ক্রিকেট অনুশীলন করতেন। কিন্তু এদিন বৃষ্টির কারণে ক্রিকেট অনুশীণ বন্ধ থাকায় দুপুরে বৃষ্টির মধ্যে তারা কয়েকজনে স্টেডিয়ামে ফুটবল খেলতে নামে। এক পর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, দুপুর পৌণে ১টার দিকে তাদের দুইজনকেই মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ