০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

উরুগুয়ের দুর্দান্ত জয়

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে উরুগুয়ে। গোলের দেখা পেয়েছেন এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজ। অপর গোলটি করেছেন দারউইন নুনেস।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের এটা তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে ষষ্ঠ স্থানে।

শনিবার ভোরে ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় উরুগুয়ে। এ সময় এডিনসন কাভানি গোল করেন। তাকে গোলে সহায়তা করেন নাহিতান নান্দেজ। কাভানির গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উরুগুয়ে। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। এ সময় রদ্রিগো বেন্তাকুরকে বক্সের মধ্যে ফাউল করেন কলম্বিয়ার জেইসন মুরিলো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

এটি ছিল উরুগুয়ের হয়ে সুয়ারেজের ৬৩তম গোল। ম্যাচের ৭৩ মিনিটে তৃতীয় গোলটি আসে উরুগুয়ের। এ সময় নুনেস ২৫ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান। তার নেওয়া শট ডাইভ দিয়েও ফেরাতে পারেননি কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা।

ম্যাচের অন্তিম মুহূর্তে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। এ সময় ইয়েরি মিনা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

উরুগুয়ে মঙ্গলার চতুর্থ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে। আর কলম্বিয়া মুখোমুখি হবে ইকুয়েডরের।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

উরুগুয়ের দুর্দান্ত জয়

প্রকাশিত : ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে উরুগুয়ে। গোলের দেখা পেয়েছেন এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজ। অপর গোলটি করেছেন দারউইন নুনেস।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের এটা তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে ষষ্ঠ স্থানে।

শনিবার ভোরে ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় উরুগুয়ে। এ সময় এডিনসন কাভানি গোল করেন। তাকে গোলে সহায়তা করেন নাহিতান নান্দেজ। কাভানির গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উরুগুয়ে। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। এ সময় রদ্রিগো বেন্তাকুরকে বক্সের মধ্যে ফাউল করেন কলম্বিয়ার জেইসন মুরিলো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

এটি ছিল উরুগুয়ের হয়ে সুয়ারেজের ৬৩তম গোল। ম্যাচের ৭৩ মিনিটে তৃতীয় গোলটি আসে উরুগুয়ের। এ সময় নুনেস ২৫ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান। তার নেওয়া শট ডাইভ দিয়েও ফেরাতে পারেননি কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা।

ম্যাচের অন্তিম মুহূর্তে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। এ সময় ইয়েরি মিনা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

উরুগুয়ে মঙ্গলার চতুর্থ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে। আর কলম্বিয়া মুখোমুখি হবে ইকুয়েডরের।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার