০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

দ্বিতীয় ম্যাচে আফগানদের ৩০৭ রানের টার্গেট দিল টাইগাররা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দিল স্বাগতিক বাংলাদেশ। ৪ ইউকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৬ রান করতে পেরেছে টাইগাররা।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় টিম টাইগার।

আফগান পেসারদের সামলে ভালো শুরু করেন তামিম ও লিটন। তবে ২৪ বলে ১২ রানের ইনিংস খেলে ফজল হক ফারুকির বলে মাঠ ছাড়তে হয় তামিমকে। স্কোরবোর্ডে তখন ছিল ৩৮ রান। এরপর লিটনের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান।দেখেশুনে খেলে উইকেটে ৯ ওভার থাকেন। কিন্তু ৪৫ রানের জুটি গড়ার পর আউট হয়ে যান সাকিব। তিনি ২০ রান করে এলবিডব্লিউ হন রাশিদ খানের বলে। বাংলাদেশ তখন দ্বিতীয় উইকেট হারায়। দলের তখন ৮৩ রান। সেখান থেকে দলকে দেড়শ রান পার করান লিটন ও মুশফিক। গড়েন দ্বিশতরানের জুটি।
ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করতে লিটন খেলেন ৬৫ বল। হাঁকান ৮টি ৪। লিটনের পর ফিফটি তুলে নেন মুশফিকও। ক্যারিয়ারের ৪১তম ওডিআই ফিফটি করতে ৫৬ বল খেলেন তিনি। তার ইনিংসে ৬টি চার এসেছে।

এরপর সেঞ্চুরি তুলে নে লিটন দাস। আফগানিস্তানের কোনো বোলার পাত্তা পাচ্ছিলেন না লিটন-মুশফিকের সামনে। একের পর এক বাউন্ডারিতে দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ২০২ রানের জুটি। এটি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ তৃতীয় উইকেট জুটি।

তবে রেকর্ড গড়া এই জুটি ভেঙে যায় ১২৬ বলে ১৩৬ করে লিটনের বিদায়ের মাধ্যমে। পার্টনারের বিদায়ের পর আউট হন মুশফিকও। লিটন সাজঘরে ফেরার পরের বলেই ৮৬ করে মাঠ ছাড়েন মুশফিক। শেষ ৩ ওভারে টাইগাররা ১৯ রান করতে সক্ষম হয়।

প্রথম ওয়ানডে অবিশ্বাস্যভাবে ৪ উইকেটে জিতে স্বাগতিকরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় তামিম ইকবালের দল। প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ আজকের ম্যাচ জিতলেই গড়বে অনন্য কীর্তি। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠবে তামিম ইকবালের দল। একইসঙ্গে প্রথম দল হিসেবে স্পর্শ করবে ১০০ পয়েন্ট। বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাফর,সাধারণ সম্পাদক আল আমিন

দ্বিতীয় ম্যাচে আফগানদের ৩০৭ রানের টার্গেট দিল টাইগাররা

প্রকাশিত : ০৩:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দিল স্বাগতিক বাংলাদেশ। ৪ ইউকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৬ রান করতে পেরেছে টাইগাররা।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় টিম টাইগার।

আফগান পেসারদের সামলে ভালো শুরু করেন তামিম ও লিটন। তবে ২৪ বলে ১২ রানের ইনিংস খেলে ফজল হক ফারুকির বলে মাঠ ছাড়তে হয় তামিমকে। স্কোরবোর্ডে তখন ছিল ৩৮ রান। এরপর লিটনের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান।দেখেশুনে খেলে উইকেটে ৯ ওভার থাকেন। কিন্তু ৪৫ রানের জুটি গড়ার পর আউট হয়ে যান সাকিব। তিনি ২০ রান করে এলবিডব্লিউ হন রাশিদ খানের বলে। বাংলাদেশ তখন দ্বিতীয় উইকেট হারায়। দলের তখন ৮৩ রান। সেখান থেকে দলকে দেড়শ রান পার করান লিটন ও মুশফিক। গড়েন দ্বিশতরানের জুটি।
ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করতে লিটন খেলেন ৬৫ বল। হাঁকান ৮টি ৪। লিটনের পর ফিফটি তুলে নেন মুশফিকও। ক্যারিয়ারের ৪১তম ওডিআই ফিফটি করতে ৫৬ বল খেলেন তিনি। তার ইনিংসে ৬টি চার এসেছে।

এরপর সেঞ্চুরি তুলে নে লিটন দাস। আফগানিস্তানের কোনো বোলার পাত্তা পাচ্ছিলেন না লিটন-মুশফিকের সামনে। একের পর এক বাউন্ডারিতে দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ২০২ রানের জুটি। এটি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ তৃতীয় উইকেট জুটি।

তবে রেকর্ড গড়া এই জুটি ভেঙে যায় ১২৬ বলে ১৩৬ করে লিটনের বিদায়ের মাধ্যমে। পার্টনারের বিদায়ের পর আউট হন মুশফিকও। লিটন সাজঘরে ফেরার পরের বলেই ৮৬ করে মাঠ ছাড়েন মুশফিক। শেষ ৩ ওভারে টাইগাররা ১৯ রান করতে সক্ষম হয়।

প্রথম ওয়ানডে অবিশ্বাস্যভাবে ৪ উইকেটে জিতে স্বাগতিকরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় তামিম ইকবালের দল। প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ আজকের ম্যাচ জিতলেই গড়বে অনন্য কীর্তি। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠবে তামিম ইকবালের দল। একইসঙ্গে প্রথম দল হিসেবে স্পর্শ করবে ১০০ পয়েন্ট। বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ