০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় ডলুখাল থেকে ইজারাকৃত স্পটের বাহিরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জুবাইর (২৮) নামক এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়ায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, ডলু খালে আমিরাবাদ বালুমহল-১ এর ইজারাদার আইন ভঙ্গ করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইজাদারের প্রতিনিধি জনৈক মো. জুবাইরকে (২৮) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইজারার নির্দিষ্ট জায়গা ব্যতিত অন্য স্থান থেকে বালু উত্তোলন করবে না মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

অভিযানে সাথে ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই রহুল আমিন, উপজেলা ভূমি অফিসের কাননগো মিজানুর রশিদ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. শরফুদ্দিন সাদি ও স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারপু।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১১:৪০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রামের লোহাগাড়ায় ডলুখাল থেকে ইজারাকৃত স্পটের বাহিরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জুবাইর (২৮) নামক এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়ায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, ডলু খালে আমিরাবাদ বালুমহল-১ এর ইজারাদার আইন ভঙ্গ করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইজাদারের প্রতিনিধি জনৈক মো. জুবাইরকে (২৮) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইজারার নির্দিষ্ট জায়গা ব্যতিত অন্য স্থান থেকে বালু উত্তোলন করবে না মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

অভিযানে সাথে ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই রহুল আমিন, উপজেলা ভূমি অফিসের কাননগো মিজানুর রশিদ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. শরফুদ্দিন সাদি ও স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারপু।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব