০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার, আটক ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (১ মার্চ) দুপুরে মহাসড়কস্থ উপজেলার চুনতি জাইল্যা এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভোলা জেলার দৌলতখাঁ চরপাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতারক চক্রটি সবজির বাজারের ব্যাগভর্তি করে সবজির নিচে অভিনব কৌশলে জাল নোট গুলো কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় পৌঁছালে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্ব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২০টি ১ হাজার টাকার বাণ্ডেলসহ (২০ লাখ টাকা) দুইজনকে আটক করা হয়।

আটক দুই ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

লোহাগাড়ায় ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার, আটক ২

প্রকাশিত : ০৩:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (১ মার্চ) দুপুরে মহাসড়কস্থ উপজেলার চুনতি জাইল্যা এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভোলা জেলার দৌলতখাঁ চরপাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতারক চক্রটি সবজির বাজারের ব্যাগভর্তি করে সবজির নিচে অভিনব কৌশলে জাল নোট গুলো কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় পৌঁছালে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্ব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২০টি ১ হাজার টাকার বাণ্ডেলসহ (২০ লাখ টাকা) দুইজনকে আটক করা হয়।

আটক দুই ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব